IQNA

মিশিগান সম্মেলনে মুসলমানদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞার নিন্দা

4:55 - July 02, 2017
সংবাদ: 2603354
আন্তর্জাতিক ডেস্ক: নর্থ আমেরিকার মুসলমানদের ৫৪তম বার্ষিক সম্মেলন গত শুক্রবার শিকাগো শহরে শুরু হয়েছে। এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প কর্তৃক ৬টি মুসলিম রাষ্ট্রের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণের উপর নিষেধাজ্ঞা আরোপ করে দেয়া নির্দেশ বাস্তবায়নের নিন্দা জানানো হয়েছে।

Aboutislma ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: এ সম্মেলন প্রতিবছর নর্থ আমেরিকান মুসলিম সোসাইটি’র উদ্যোগে অনুষ্ঠিত হয়ে থাকে।

মুসলিম ও অন্যান্য ধর্মের প্রভাবশালী ব্যক্তিবর্গ, ব্যবসায়ীবৃন্দ, বেসরকারি সংস্থাসমূহের কর্মকর্তা ও কর্মচারী, বিভিন্ন ধর্মের নেতা ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং মুসলিম পরিবারের অংশগ্রহণের মধ্য দিয়ে ৪ দিন ব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

যুক্তরাষ্ট্রের মুসলিম নেতারা গত শুক্রবার এ সম্মেলনে বিবৃতি প্রদান করে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প কর্তৃক মুসলমানদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা জারি বিষয়ক নির্দেশ বাস্তবায়নের নিন্দা জানিয়ে বলেন, অবশেষে এ নির্দেশ অবৈধ হওয়ার বিষয়টি প্রমাণিত হবে।

ইরান, সিরিয়া, ইয়েমেন, লিবিয়া, সুমালিয়া ও সুদানের নাগরিকদের ৯০ দিন যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা কার্যকরের একদিন পর এ বিবৃতি প্রদান করা হল।

যুক্তরাষ্ট্রের মুসলিম নেতারা ঘোষণা করেছেন যে, প্রেসিডেন্ট ট্রাম্পের মুসলিম বিরোধী মন্তব্যে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে এ দেশের মুসলিম সমাজ।

প্রসঙ্গত, প্রায় ৫০ থেকে ৮০ লাখ মুসলিম যুক্তরাষ্ট্রে বসবাস করে।#3614193


captcha