Khaama ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: বালখ প্রদেশের হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, গুলিতে আহত ১৩ ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হলেও তাদের আঘাত গুরুতর হওয়ায় তারা সকলেই মারা যান।
তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ দাবী করেছেন, চাম্পতাল এলাকা থেকে যোদ্ধা সংগ্রহের উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে।
তিনি বলেন: ৩ জন কমান্ডারসহ ১২ জন সৈন্য এ হামলায় নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১ জন।
তার সংযোজন: এ হামলায় বেশ কিছু অস্ত্র, গ্রেনেড ও সরঞ্জাম আমাদের হস্তগত হয়েছে।
অবশ্য তালেবান মুখাপাত্রের দাবী প্রত্যাখ্যান করে বালখের প্রাদেশিক কর্মকর্তারা ঐ ঘটনায় হতাহতরা সেনাবাহিনীর সদস্য নয় বলে ঘোষণা করেছেন।#3614533