
Aboutislam ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: জাকার্তায় সমবেত লোকদের উদ্দেশ্যে বক্তৃতাকালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ওবামা জাকার্তায় তার শৈশবের স্মৃতিচারণ করে বিভিন্ন ঘটনা উল্লেখ করেন এবং সে সময় থেকে বর্তমান সময় নাগাদ জাকার্তার পরিবর্তনের বিষয়ে কথা বলেন।
তিনি বলেন: বর্তমানে বিশ্ব অত্যন্ত স্পর্শকাতর সময় অতিক্রম করছে। বিশ্বের দেশগুলোর উচিত শান্তিপূর্ণ সহাবস্থান, পরস্পরের প্রতি সম্মান প্রদর্শন ও মধ্যপন্থা অবলম্বনের লক্ষ্যে চেষ্টা চালানো। অন্যথায় আগ্রাসী জাতীয়তাবাদের নীতি অবলম্বনকারীদের কারণে বিশ্বব্যাপী সহিংসতা ও চরম বিশৃঙ্খলা দেখা দেবে।
ওবামা’র বাবা ছিলেন কেনিয়ান এবং মা ছিলেন মার্কিন। কিন্তু তার মা এক ইন্দোনেশিয়ানের সাথে দ্বিতীয় বিয়ে করার পর ১৯৬৭ সালে তার পরিবার ইন্দোনেশিয়ায় চলে যায়; যুক্তরাষ্ট্রের ৪৪ তম প্রেসিডেন্টের বয়স ছিল তখন মাত্র ৬ বছর। তিনি তার মুসলিম দাদার সাথে ৪ বছর জীবন-যাপন করেন।
ওবামা বলেন: আমার দাদা ছিলেন একজন মুসলমান, কিন্তু তিনি হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টানদেরকে সম্মান করতেন।
তার সংযোজন: যদি আপনি আপনার আকিদার বিষয়ে নিশ্চিত ও অটল হন তাহলে অন্যের আকিদার বিষয়ে আপনার উদ্বিগ্ন হওয়ার কোন কারণ নেই।#
3615034