
বার্তা সংস্থা ইকনা: ২০ জন হাফেজ ও কুরআন প্রশিক্ষককের সংবর্ধনা অনুষ্ঠান গতকাল (৪ জুলাই) অ্যাডমিরাল আব্বাসিসহ নৌবাহিনীর অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে বুশাহর নৌবাহিনী বেস-এ অনুষ্ঠিত হয়েছে।
অ্যাডমিরাল আব্বাসি তার বক্তব্যে বলেন: আপনাদের ঈমানি শক্তির কারণে শত্রুরা ইরানের উপর আক্রমনের চিন্তাও মাথায় আনে না।
তার সংযোজন: কিন্তু সতর্ক থাকতে হবে, কারণ আপদমস্তক অস্ত্রে সজ্জিত এ শত্রু আমাদের আকিদাকে ফিকে করার কুউদ্দেশ্যকে মনে লালন করছে এবং তা বাস্তবায়নের পথ খুঁজছে; যা আগ্রাসনের চেয়ে বহুলাংশ বিধ্বংসী।
তিনি বলেন: যদি বিপ্লবী, দ্বীনি, কুরআনি ও বেলায়ত নির্ভর চিন্তা-ভাবনা যুবকদের মাঝ থেকে সরে যায় তবে সমাজ ধ্বংস হওয়া অত্যন্ত সহজ ব্যাপার।
অ্যাডমিরাল আব্বাসি বলেন: তেলাওয়াত ও হেফজের পাশাপাশি কুরআনের নির্দেশনাকেও বাস্তবায়ন করতে হবে এবং নিজেকে বাহির ও ভেতরের শত্রু থেকে দূরে রাখতে হবে।#
3615854