IQNA

রাজার উপস্থিতিতে মরক্কোর শিশুর আকর্ষণীয় তিলাওয়াত

22:23 - July 05, 2017
সংবাদ: 2603375
আন্তর্জাতিক ডেস্ক: মরক্কোর ১৩ বছরের 'যোবায়ের আল-ঘুজি' পবিত্র রমজান মাসের শেষে সেদেশের রাজার উপস্থিতিতে পবিত্র কুরআন তিলাওয়াত করেছেন। তার তিলাওয়াত শুনে রাজসহ উপস্থিত সকল দর্শক তাকে উৎসাহিত করেছে।
রাজার উপস্থিতিতে মরক্কোর শিশুর আকর্ষণীয় তিলাওয়াত
বার্তা সংস্থা ইকনা: মরক্কোয় জাতীয় কুরআন প্রতিযোগিতার সর্বশেষ পর্ব ২৭শে রমজান অনুষ্ঠিত হয়েছে। জাতীয় কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থানের অধিকারী হয়েছেন ১৩ বছরের শিশু 'যোবায়ের আল-ঘুজি'।
এই প্রতিযোগিতার অনুষ্ঠান মরক্কোর হাসান ছানী মসজিদে সেদেশের রাজা "ষষ্ঠ মালেক মুহাম্মাদে"র উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে। যোবয়ের আল-ঘুজির সুললিত কণ্ঠে কুরআন তিলাওয়াত শুনে উপস্থিত সকলে মুগ্ধ হয়েছে।
১৩ বছরের এই 'যোবায়ের আল-ঘুজি' ক্লাস সেভেনের ছাত্র। তিনি ২০১৩ সালে কাতারে অনুষ্ঠিত "তিজান আল-নুর" আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থানের অধিকারী হয়েছেন। এছাড়াও গত বছর আরব শিশুদের মধ্যে অনুষ্ঠিত কুরআন প্রতিযোগিতায় সর্বোচ্চ স্থানের অধিকারী হয়েছেন।
'যোবায়ের আল-ঘুজি' মরক্কোর কাসাব্ল্যাংকা (আরবিতে দারুল বাইজা) শহরের অধিবাসী। তিনি ২৭ রমজানে সেদেশের রাজা ষষ্ঠ মালেক মুহাম্মাদের নিকট হতে শীর্ষ স্থানের পুরস্কার গ্রহণ করেনে।
যোবায়ের আল ঘুজির সুললিত কণ্ঠে কুরআন তিলাওয়াতের ভিডিওটি ইকনার দর্শনার্থীদের জন্য উপস্থাপন করা হল:


iqna


captcha