দুবাইয়ে অনুষ্ঠিত রমজানের আলোকে আন্তর্জাতিক পুরস্কার প্রতিযোগিতার মহাসচিব "আলী ইবনে সালেস" এ ব্যাপারে বলেন: সকল ধর্ম ও বর্ণের অনুসারীদের জন্য পবিত্র রমজান মাস একটি বিশেষ মাস। এই মাসে মুসলমানেরা শুধুমাত্র রোজাই থাকে না; বরং তারা এই মাসে বিশেষ আধ্যাত্মিক আমল পালন করে। দক্ষ ফটোগ্রাফার তাদের ক্যামেরার লেন্সে এই দৃশ্য ধারণ করেছে।
তিনি বলেন: দক্ষ ফটোগ্রাফার এবং নতুন উদীয়মান ফটোগ্রাফাররা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পবিত্র রমজান মাসে তাদের নিজ হাতে তোলা কিছু আকর্ষণীয় ছবি প্রেরণের মাধ্যমে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। এসকল ছবির মধ্যে কিছু ছবি অসাধারণ ছবি।
আলী ইবনে সালেস প্রতিযোগিতায় উত্তীর্ণ সকল অংশগ্রহণকারীকে অভিনন্দন জানিয়েছেন এবং প্রতিযোগিতার পরবর্তী পর্বে অংশগ্রহণ করার জন্য অনুপ্রেরণা যুগিয়েছেন।
পবিত্র রমজান মাসের ছবির আলোকে "মুহাম্মাদ বিন রাশেদ অলে মাকতুম" (HIPA) প্রতিযোগিতায় সৌদি আরবের "আহমেদ সালীস", ইয়েমেনের "মানসুর মোহসেন", বাংলাদেশের "কাজী মোশতাক হুসাইন" এবং ইন্দোনেশিয়ার "আরেফ এদহারী" ও "আরবানীজাল" শীর্ষ স্থানে উত্তীর্ণ হয়েছেন।