IQNA

ব্রুনেইয়ে ইসলাম ধর্মে দীক্ষিত হলেন ১৯৮ জন

19:05 - July 09, 2017
সংবাদ: 2603394
আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি ব্রুনেই ইসলামী সেন্টারের এক পরিসংখ্যানে উল্লেখ করা হয়েছে, বিগত ৫ মাসে ১৯৮ জন ব্যক্তি ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছেন।
ব্রুনেইয়ে ইসলাম ধর্মে দীক্ষিত হলেন ১৯৮ জন
বার্তা সংস্থা ইকনা: চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত এক পরিসংখ্যানে উল্লেখ করা হয়েছে, টুটাঙ্গ শহরে ৬৩ জন, বেলানিট শহরের ৩৬ জন, ট্যাম্বুরুঙ্গ শহরের ৮ জন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
গত বছরে ব্রুনেইয়ের উল্লেখিত চারটি শহরে ২৩১ জন ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছে।
নও মুসলিমদের ইসলাম ধর্ম সম্পর্কে অধিক জ্ঞাত করার জন্য ব্রুনেই ইসলামী সেন্টার ১০ দিন ব্যাপী বিশেষ শিক্ষা কোর্সের ব্যবস্থা করেছে।
১০ দিনের এই শিক্ষা কোর্সে নও মুসলিমগণ নামাজ শিক্ষা, কুরআন তিলাওয়াত কোর্স, হালাল ও হারাম চেনা এবং ইসলাম শিক্ষা প্রদান করা হচ্ছে।
২০০১ সালের জরিপ অনুযায়ী ব্রুনেইয়ে মোট জনসংখ্যা ছিল ৪ লাখ এবং সেদেশের রাষ্ট্রীয় ভাষা হচ্ছে মালয় ভাষা।
iqna




captcha