IQNA

মালয়েশিয়ায় ইশারায় কুরআন শিক্ষার আলোকে সফটওয়্যার নির্মাণ

22:25 - July 10, 2017
সংবাদ: 2603405
আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার ইসলামী সায়েন্স ইউনিভার্সিটির একদল গবেষক বধিরদের জন্য ইশারায় কুরআন শিক্ষার আলোকে বিশেষ সফটওয়্যার নির্মাণ করেছে।
মালয়েশিয়ায় ইশারায় কুরআন শিক্ষার আলোকে সফটওয়্যার নির্মাণ

বার্তা সংস্থা ইকনা: যারা কানে কম শোনে অথবা বধির তারা এরপর থেকে এই সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে আরও সহজে কুরআন শিখতে পারবে।

ইসলামী সায়েন্স ইউনিভার্সিটির গবেষক গ্রুপ বধিরদের কুরআন শিক্ষা ও ইবাদত বান্দেগী প্রশিক্ষণ দেয়ার জন্য এই সফটওয়্যার নির্মাণ করেছে। এই সফটওয়্যারে ইশারার মাধ্যমে কুরআন শিক্ষা এবং ইবাদতের প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

ইসলামী সায়েন্স ইউনিভার্সিটির কুরআন ও সুন্নাহ বিভাগের অধ্যাপক 'মুহাম্মাদ রানুস' বলেন: এই সফটওয়্যারটি নির্মাণ করতে ৭৮০০ রিঙ্গিত (প্রায় ১৬০০ ডলার) ব্যয় হয়েছে। যারা কানে কম শোনে এবং বধিরদের কথা চিন্তা করে এই সফটওয়্যারটি নির্মাণ করা হয়েছে।

তিনি বলেন: এই সফটওয়্যারের মাধ্যমে বধিররা অতি সহজ ভাবে কুরআন শিক্ষা অর্জন করতে পারবে। এছাড়াও ইসলাম ধর্মের প্রাথমিক রীতি-নীতি সম্পর্কে অবগত হতে পারবে।

নব নির্মিত এই সফটওয়্যারটি কুয়ালালামপুরে অনুষ্ঠিত "আন্তর্জাতিক ইনোভেশন ২০১৭" গোল্ড মেডেল পেয়েছে।

iqna


captcha