IQNA

তুরস্কে ১ লাখ ২৮ হাজারের অধিক হাফেজ রয়েছে

22:42 - July 13, 2017
সংবাদ: 2603424
আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের ধর্ম মন্ত্রণালয়ের অন্তর্গত শিক্ষা পরিষেবা সংগঠন ঘোষণা করেছে: "তুরস্কে কুরআন হাফেজের সংখ্যা ১ লাখ ২৮ হাজারের অধিকে পৌঁছেছে।
তুরস্কে ১ লাখ ২৮ হাজারের অধিক হাফেজ রয়েছে
বার্তা সংস্থা ইকনা: তুরস্কের ধর্ম মন্ত্রণালয়ের অন্তর্গত শিক্ষা পরিষেবা সংগঠনের কর্মকর্তা বানী আমীন আলবাইরাক জানিয়েছেন: তুরস্কে ১৯৭৬ সাল থেকে এপর্যন্ত নিবন্ধনকৃত হাফেজের সংখ্যা ১ লাখ ২৮ হাজারের অধিকে পৌঁছেছে।

তিনি বলেন: তুরস্কে এ পর্যন্ত ১ লাখ ২৮ হাজার ৪৪০ জন হাফেজের নাম নিবন্ধন করা হয়েছে এবং সকলকে কুরআন হাফেজের সার্টিফিকেট প্রদান করা হয়েছে।

বানী আমীন বলেন: বর্তমানে তুরস্কের বিভিন্ন মাদ্রাসায় প্রায় ৭০ হাজার শিক্ষার্থী হেফজের ক্লাসে অংশগ্রহণরত রয়েছে। এসকল শিক্ষার্থীদের জন্য প্রায় ৫ হাজার শিক্ষক ন্যস্ত রয়েছে।

তিনি আরও বলেন: শুধুমাত্র গতবছর কুরআন হেফজ করার জন্য ৬৫০০ শিক্ষার্থীকে সার্টিফিকেট প্রদান করা হয়েছে। তুরস্কের ২০১৫ সালে ৬ হাজার জন এবং ২০১৪ সালে ৫ হাজার জন কুরআন হেফজ করেছেন।

কুরআনের ক্লাস সম্পর্কে তিনি বলেন: মাদ্রাসায় ৩ লাখ শিক্ষার্থী রয়েছে এবং গ্রীষ্মকালীন ছুটিতে প্রায় ৭৭ জন শিক্ষার্থী কুরআন হেফজ ক্লাসে অংশগ্রহণ করেছে।

iqna


captcha