IQNA

বিশ্বের প্রাচীনতম মসজিদ ঝুঁকির সম্মুখে

0:10 - July 16, 2017
সংবাদ: 2603439
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বে গরমের মাত্রা বৃদ্ধি পাওয়ার ফলে জোয়ারের মাত্রাও বৃদ্ধি পাচ্ছে। আর এর ফলে কেনিয়ার "মাটুপা" শহরে অবস্থিত বিশ্বের প্রাচীনতম মসজিদ ধ্বংসের সম্মুখে অবস্থান করছে।
বিশ্বের প্রাচীনতম মসজিদ ঝুঁকির সম্মুখে
বার্তা সংস্থা ইকনা: কেনিয়ার জাতীয় জাদুঘর সংস্থা (NMK) এক বিবৃতিতে জানিয়েছে, বিশ্বের গরমের মাত্র বৃদ্ধির কারণে ভারত মহাসাগরে জোয়ার অতিমাত্রায় বৃদ্ধি পাচ্ছে। আর এর ফলে কেনিয়ার "মাটুপা" শহরে ৫০০ বছরের প্রাচীন মসজিদ ধ্বংসের সম্মুখে অবস্থান করছে।
মাটুপা শহরের মিউজিয়ামের কর্মকর্তা "হাশেম হিনযানু মাদজুমাবা" বলেন: এই ঐতিহাসিক নিদর্শন ধ্বংস হয়ে যাচ্ছে। সম্পূর্ণরূপে ধ্বংসের পূর্বে এটির সুরক্ষার ব্যবস্থা করতে হবে।
তিনি বলেন: বিদেশী পর্যটক এবং কেনিয়ার নাগরিকদের মধ্যে এই মসজিদটির যথেষ্ট পরিচিতি রয়েছে; তবে মসজিদটি বর্তমানে ধ্বংসের সম্মুখে অবস্থান করছে এবং পুনর্নির্মাণের অভাবে পর্যটকদের সংখ্যা হ্রাস পেয়েছে।
প্রত্নতত্ত্ববিদের মতে, এই মসজিদটি ১৫০০ খ্রিষ্টাব্দে নির্মাণ করা হয়েছে।
উল্লেখ, কেনিয়া পূর্ব আফ্রিকার একটি দেশ। সেদেশের রাজধানীর নাম নাইরোবি। দেশটিতে মোট ৬ শতাংশ মুসলিম অধিবাসী রয়েছে।
iqna




captcha