IQNA

ইমাম মাহদীর (আ.) আবির্ভাবের পর মানুষ প্রকৃত ইসলামের স্বাদ আস্বাদন করবে

22:14 - July 18, 2017
সংবাদ: 2603454
ইমাম মাহদী (আ.) হলেন আল্লাহ ও রাসূলের (সা.) প্রতিশ্রুত শেষ জামানায় মানব জাতির পরিত্রাণদাতা ও ত্রাণকর্তা। তিনি বর্তমান যুগের আল্লাহ মনোনীত ইমাম ও পথপ্রদর্শক।

শাবিস্তানের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইমাম মাহদীর (আ.) আবির্ভাব কখন এবং কি পরিস্থিতিতে হবে- এ বিষয়টি জানতে মানুষের আগ্রহ অনেক বেশি। তিনি আবির্ভাবের পর মানুষ কিভাবে অবহিত হবে এবং তার আবির্ভাবের পর তিনি যে বিশ্বজনীন বিপ্লবের আহ্বান জানাবেন; উক্ত বিপ্লবে কিভাবে মানুষ অংশগ্রহণ করবে এ বিষয় নিয়েও জল্পনা-কল্পনার কোন শেষ নেই।

ইমাম মাহদীর আবির্ভাবের পর সারা বিশ্বে পুনরায় রাসূলের (আ.) আনিত ইসলামের বিধানাবলী কার্যকর হবে এবং মানুষ প্রকৃত ইসলামের স্বাদ আস্বাদন করতে পারবে।

এ সম্পর্কে ইমামতি ধারার ৬ষ্ঠ ইমাম হযরত জাফর সাদীক (আ.) থেকে বর্ণিত একটি হাদীসে উল্লেখ করা হয়েছে: যখন আমাদের বংশের কায়েম তথা ইমাম মাহদী (আ.) আবির্ভূত হবেন, তখন সমগ্র বিশ্ববাসীকে প্রকৃত ইসলামের প্রতি আহ্বান জানাবেন এবং মানুষরাও তার ডাকে সাড়া দিয়ে ইসলামের পতাকাতলে সামিল হবে। সূত্র: বিহারুল আনওয়ার, খণ্ড ৫১, পৃ. ৩০

captcha