
বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইমাম সাদিক (আ) এর মর্যাদা সম্পর্কে রাসূল(সা.) বলেছেন: আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মাদ বাকের (আ) কে এমন একটি সন্তান দান করবেন যার কণ্ঠ হবে সদা সত্যনিষ্ঠ। তার নাম জাফর এবং সে সত্যবাদী ও যথার্থ কর্মনিপুণ। যে তার সম্মানে আঘাত করবে সে যেন আমার ওপরেই অত্যাচার করলো এবং আমার সম্মানে আঘাত হানলো।
ইমাম জাফর সাদিক(আ.) বলেছেন: من أحب لله و أبغض لله و أعطي لله فهو ممن كمل إيمانه. যারা আল্লাহর জন্য ভালবাসে, আল্লাহর জন্য শত্রুতা করে এবং আল্লাহর জন্য দান-খয়রাত করে তারাই হচ্ছে সঠিক ঈমানদার।
তিনি আরও বলেছেন: اجعل الخير كله في بيت و جعل مفتاحه الزهد في الدنيا. সমস্ত কল্যাণকে একটি ঘরে তালাবদ্ধ করা হয়েছে আর তার চাবি হচ্ছে দুনিয়ার প্রতি অনিহা।
ইমাম সাদিক(আ.) বলেছেন: خف الله كأنك تراه و إن كنت لا تراه فإنه يراك . এমনভাবে আল্লাহকে ভয় করবে যেন তুমি তাকে দেখছ, আর তুমি তাকে না দেখলেও আল্লাহ তো সর্বদা তোমাকে দেখছেন। শাবিস্তান