IQNA

আল-আকস মসজিদ রক্ষা করার জন্য আমি গর্বিত: ফিলিস্তিনির খ্রিস্টান নাগরিক

16:05 - July 23, 2017
সংবাদ: 2603483
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনির খ্রিস্টান নাগরিক 'নিজাল উবুদ' শুক্রবার মুসলমানদের সমর্থনের জন্য আল-আকস মসজিদে উপস্থিত হয়েছেন। এসময় তিনি গুরুত্বারোপ করে বলেন: মসজিদুল আকসা রক্ষা করার জন্য মুসলমানদের পাশে থাকতে পেরে আমি গর্বিত।

বার্তা সংস্থা ইকনা: শুক্রবার (২১শে জুলাই) ফিলিস্তিনির খ্রিস্টান নাগরিক 'নিজাল উবুদ' মুসলমানদের সমর্থনের জন্য মুসল্লিদের সাথে নামাজ আদায় করেছেন। মিশরের "আখেরুন নাহার" প্রোগ্রামে টেলিফোন সাক্ষাৎকারে বলেন: আমি শুক্রবার সকাল ৮টা থেকে বিকাল পর্যন্ত মসজিদুল আকসায় মুসলমানদের পাশে উপস্থিত ছিলাম।
তিনি বলেন: আমি জুমার নামাজের খুতবা শুনেছি। যখন সকল মুসল্লি নামাজের জন্য উঠে দাঁড়ালো তখন আমি তাদের পাশে ছিলাম এবং তাদের সাথে জুমার নামাজ আদয়া করেছি। নামাজের সময় অনেক ভালো অনুভব করছে।
উবুদ আরও বলেন: সকলে একসাথে উচ্চস্বরে "ইয়া রাব্ব" বলেছে। সেসময় ইসরাইলী সেনারা আমাদের সামনে উপস্থিত ছিল। ঐসময় খ্রিস্টান ও মুসলিম জনতা একত্রিত হয়ে নিজেদের অধিকার রক্ষা করেছি।
তিনি গুরুত্বারোপ করে বলেন: যেসকল মুসলিম ভাই তাদের সাথে থাকার জন্য আমাকে সুযোগ করে দিয়েছে, আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং মসজিদুল আকসা রক্ষা করার জন্য মুসলমানদের পাশে থাকতে পেরে আমি গর্বিত।
iqna





ট্যাগ্সসমূহ: ইকনা
captcha