বার্তা সংস্থা ইকনা: আফগানিস্তানের পুলিশ আজ ঘোষণা করেছে, কাবুলে একটি গাড়ি বোমা হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন।
আফগানিস্তানের পুলিশ মুখপাত্র 'নাজিব দানেশ' এ ব্যাপারে বলেন: এই নৃশংস হামলা কারা চালিয়েছে সে ব্যাপারে এখনও স্পষ্ট হওয়া যায়নি। যেখানে এই হামলা চালানো হয়েছে, সেখানকার অধিকাংশ অধিবাসী শিয়া মুসলমান।
এদিকে সংবাদসংস্থা রয়টার্সের রবিবারের এক প্রতিবেদনে বলা হয়েছে, বোমা হামলার ফলে আফগানিস্তানের রাজধানী কাবুল কেপে উঠেছে। এই হামলায় কমপক্ষে ১২ জন নিহত এবং অপর ১০ জন আহত হয়েছেন।
আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্রের উদ্ধৃত দিয়ে রয়টার্স রিপোর্ট করেছে: আত্মঘাতী এই গাড়ি বোমা হামলাটি আফগানিস্তানে উপ-প্রধান নির্বাহী কর্মকর্তা "মুহাম্মাদ মোহাক্কেকে'র বাড়ির নিকটে ঘটেছে।
আফগানিস্তানের "তুলু নিউজ" টিভি চ্যানেল মুহাম্মাদ মোহাক্কেকের দপ্তরের উদ্ধৃতি দিয়ে বর্ণনা করেছে: সন্ত্রাসীদের এই হামলার ২০ জনের ঊর্ধ্বে নিহত হয়েছেন।
এখনও পর্যন্ত কোন ব্যক্তি বা গোষ্ঠী এই হামলার দায়ভার গ্রহণ করেনি।
এদিকে ফ্রান্স প্রেসের আরবি বিভাগ ঘোষণা করেছে, আফগান স্বরাষ্ট্র মন্ত্রকের ঘোষণা অনুযায়ী শিয়া অধ্যুষিত এলাকায় সন্ত্রাসী হামলার ফলে ২৪ জন নিহত ও ৪২ জন আহত হয়েছেন।
iqna