IQNA

তুরস্কে ইসরাইলি দূতাবাস বন্ধ ঘোষণা

12:30 - July 25, 2017
সংবাদ: 2603499
আন্তর্জাতিক ডেস্ক: আল-আকসা মসজিদের ওপর বিধিনিষেধ আরোপের জেরে মুসলমানদের হামলার আশঙ্কায় তুরস্কের রাজধানী আঙ্কারাস্থ ইসরাইলি দূতাবাস বন্ধ করে দেয়া হয়েছে। একইসঙ্গে বন্ধ করা হয়েছে ইস্তাম্বুলের ইসরাইলি কনস্যুলেট।


বার্তা সংস্থা ইকনা: ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিরাপত্তাগত কারণে এ পদক্ষেপ নেয়া হয়েছে।

কয়েকদিন আগে তুরস্কের উত্তেজিত জনতা ইস্তাম্বুলে ইসরাইলি কনস্যুলেটের পাশাপাশি আঙ্কারায় ইসরাইলি রাষ্ট্রদূতের বাসভবনের সামনে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীরা আল-আকসা মসজিদে মুসলমানদের নামাজ আদায় করতে না দেয়ার প্রতিবাদ জানান।

এরপর রবিবার জর্দানের রাজধানী আম্মানের ইসরাইলি দূতাবাসের সামনে ব্যাপক বিক্ষোভ থেকে সৃষ্ট সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হওয়ার পর তুরস্কের ইসরাইলি দূতাবাস ও কনস্যুলেট বন্ধ করে দেয়া হলো।

ফিলিস্তিনি ভূমি জবরদখল করে প্রতিষ্ঠিত অবৈধ রাষ্ট্র ইসরাইলের সঙ্গে বিশ্বের বেশিরভাগ মুসলিম দেশ সম্পর্ক প্রতিষ্ঠা না করলেও তুরস্ক, জর্দান ও মিশর তেল আবিবের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে। সেইসঙ্গে এই তিন মুসলিম দেশের সঙ্গে ইসরাইলের ঘনিষ্ঠ সামরিক সহযোগিতা রয়েছে।
captcha