
শাবিস্তানের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইমাম মাহদীর রাষ্ট্রে সকল কিছুর উন্নতি ঘটবে এবং তিনি স্বাস্থ্য সেবা ও সকল প্রকার জনসেবাকে এত বেশী উন্নত স্থানে পৌঁছে দিবেন যা বর্তমানে কল্পনাও করা যায় না।
মহানবী হযরত মুহাম্মাদ(সা.) বলেছেন: ইমাম মাহদীর সহযোগিতায় যখন হযরত ঈসা আসবেন এবং দজ্জালকে হত্যা করা হবে। তার পর থেকে চল্লিশ বছর পর্যন্ত কোন অসুখ বিসুখ এবং রক্তপাত কিছুই দেখা যাবে না। এবং এর মধ্যে কোন মানুষ অসুস্থও হবে না এবং মারাও যাবে না।
আমিরুল মু’মিনিন হযরত আলী(আ.) বলেছেন: ইমাম মাহদীর রাষ্ট্রে স্বাস্থ্যসেবা এবং জনবেসা এত বেশী হবে যে সে সময়ে মানুষের আয়ু অনেক বেশী দীর্ঘ হবে।
সূত্র: ইমাম মাহদীর রাষ্ট্রের নিদর্শনসমূহ। লেখক-নাজিমুদ্দিন তাবাসী।