বার্তা সংস্থা ইকনা: প্রথম ভিডিওতে ক্বারি মোহাম্মাদ আব্দেল ওয়াহাব তানতাওয়ি আলাক সূরার ১ থেকে ৫ নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করেছেন এবং দ্বিতীয় ভিডিওতে ক্বাফ সূরার ৬ থেকে ১১ পর্যন্ত তিলাওয়াত করেছেন। সূরা ক্বাফ তিলাওয়াতের সময় মিশরের প্রসিদ্ধ ক্বারি শাহাত মুহাম্মাদ আনোয়ার এবং আমের ইজরা উপস্থিত ছিলেন।
তিলাওয়াতের এই ভিডিও দুটি প্রথম মোহাম্মাদ আব্দেল ওয়াহাব তানতাওয়ির ইন্তেকালের পর কুরআনিক চ্যানেলে সম্প্রচার করা হয়। এই ভিডিও দুটি ইকনার দর্শকদের জন্য সম্প্রচার করা হল।
আলাক সূরার ১ থেকে ৫ নম্বর আয়াত