IQNA

মরহুম তানতাওয়ির সুললিত কণ্ঠে কুরআন তিলাওয়াত

18:20 - August 02, 2017
সংবাদ: 2603557
আন্তর্জাতিক ডেস্ক: মিশরের প্রখ্যাত ক্বারি ও হাফেজে কুরআন মোহাম্মাদ আব্দেল ওয়াহাব তানতাওয়ি কিছু দিন পূর্বে ইন্তেকাল করেছেন। তার স্মরণে তার সুললিত কণ্ঠে সুরা ক্বাফ এবং আলাকে সূরার ভিডিওটি প্রচার করা হল।
মরহুম তানতাওয়ির সুললিত কণ্ঠে কুরআন তিলাওয়াত

বার্তা সংস্থা ইকনা: প্রথম ভিডিওতে ক্বারি মোহাম্মাদ আব্দেল ওয়াহাব তানতাওয়ি আলাক সূরার ১ থেকে ৫ নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করেছেন এবং দ্বিতীয় ভিডিওতে ক্বাফ সূরার ৬ থেকে ১১ পর্যন্ত তিলাওয়াত করেছেন। সূরা ক্বাফ তিলাওয়াতের সময় মিশরের প্রসিদ্ধ ক্বারি শাহাত মুহাম্মাদ আনোয়ার এবং আমের ইজরা উপস্থিত ছিলেন।

তিলাওয়াতের এই ভিডিও দুটি প্রথম মোহাম্মাদ আব্দেল ওয়াহাব তানতাওয়ির ইন্তেকালের পর কুরআনিক চ্যানেলে সম্প্রচার করা হয়। এই ভিডিও দুটি ইকনার দর্শকদের জন্য সম্প্রচার করা হল।

iqna

আলাক সূরার ১ থেকে ৫ নম্বর আয়াত


ক্বাফ সূরার ৬ থেকে ১১ নম্বর আয়াত

captcha