IQNA

পর্তুগালে লাঞ্ছিত হলো ইংল্যান্ডী মুসলিম পরিবার

21:51 - August 05, 2017
সংবাদ: 2603576
আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি ইংল্যান্ডের এক মুসলিম পরিবার পর্তুগালে সফর করেছেন। সেখানে 'ওলগারাভী' অঞ্চলের একটি সুইমিং পুলে বুরকুনী পরে সাতার কাটার সময় ইসলাম বিদ্বেষীরা ঐ মুসলিম পরিবারকে লাঞ্ছিত এবং অপমান করে।
পর্তুগালে লাঞ্ছিত হলো ইংল্যান্ডী মুসলিম পরিবার
বার্তা সংস্থা ইকনা: এ ব্যাপারে ৩৬ বছরের মারিয়া বলেন, আমি লজ্জিত অবস্থায় ৯ বছরের মেয়ে এবং আমার অপর এক আত্মীয়াকে সুইমিং পুল ত্যাগ করতে বাধ্য হয়।
ইংল্যান্ডের এই মুসলিম পরিবার ছুটি কাটাতে পর্তুগালে গিয়েছিল। ঐ দেশের যেয়েও তাদেরকে ইসলাম বিদ্বেষীদের হাতে লাঞ্ছিত হতে হয়েছে।
সুইমিং পুলের এই কর্মকর্তা তাদেরকে দেখে চিৎকার শুরু করে এবং তাদেরকে সুইমিং পুল হতে বের হতে যেতে বলে। মুসলিম পরিবারকে উদ্দেশ্য করে ঐ কর্মকর্তা বলে, সাতার কাটার জন্য তোমাদের পোশাক উপযুক্ত নয়।
এর উত্তরে তারা বলেন: এটা সাঁতারের পোশাক এবং এই পোশাক পরে সাতার কাটতে আমারা স্বাচ্ছন্দ্যবোধ করি। ধর্মীয় সংস্কৃতি ও আদবের সাথে এ পোশাক সামঞ্জস্যপূর্ণ।
তবে ঐ কর্মকর্তা কোন কথা না শুনেই চিৎকার করে বলে এই সংস্কৃতি পর্তুগালে গ্রহণ করা হবে। এই বলে তাদেরকে সুইমিংপুল থেকে বের করে দেয়।
অত্যাচারী তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের হামলার ফলে আমেরিকা ও ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশে ইসলাম বিদ্বেষীদের কার্যক্রম অতি মাত্রায় বৃদ্ধি পেয়েছে। এসকল দেশে শুধুমাত্র ধর্মীয় বিশ্বাস থাকার কারণে মুসলমানদের উপর হামলা করা হচ্ছে।
উল্লেখ্য, বিতর্ক থাকা সত্ত্বেও ব্রিটেনে বিখ্যাত ব্রান্ডের সাঁতারের জন্য ইসলামী পোশাক (বুরকুনী) বিক্রি করা হচ্ছে।
iqna



captcha