বার্তা সংস্থা ইকনা: বুধবার (২য় আগস্ট) ৫ ঘণ্টার এক বৈঠকে সম্পূর্ণ কুরআন তিলাওয়াত করে খতম করেছেন।
মোহাম্মাদ আল রাহি স্থানীয় সময় সকাল ৭টায় কুরআন তিলাওয়াত শুরু করেন এবং ১২টার মধ্যে খতম করেন।
এ ব্যাপারে রাফা অঞ্চলের দারুল কুরআন ও সুন্নত কাউন্সিলের প্রধান "খালেদ আবুন্দি" বলেন: এধরনের হাফেজদের মাধ্যমে মসজিদুল আকসা মুক্ত হবে এবং আমরা সেখানে স্বাধীনভাবে নামাজ আদায় করতে পারব। মসজিদুল আকসা মুক্তের জন্য তারা সেনাপতির ভূমিকা পালন করবে।
রাফার দারুল কুরআন ও সুন্নত কাউন্সিল যুবকদের চরিত্রতে কুরআনের সাথে গড়ে তোলার জন্য তাদেরকে কুরআন এবং সুন্নত প্রশিক্ষণ দিচ্ছে।
iqna