IQNA

হামাসকে সন্ত্রাসী সংগঠন বলল দৈনিক রিয়াদ

17:09 - August 06, 2017
সংবাদ: 2603579
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরব থেকে প্রকাশিত দৈনিক আর-রিয়াদ ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত করে যে বক্তব্য প্রকাশ করেছে তার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে হামাস।
হামাসকে সন্ত্রাসী সংগঠন বলল দৈনিক রিয়াদ
বার্তা সংস্থা ইকনা: সংগঠনটি এক বিবৃতি প্রকাশ করে বলেছে, পবিত্র আল-আকসা মসজিদ এবং আল-কুদস জেরুজালেমের সম্মান ও মর্যাদা রক্ষায় হামাস যে প্রতিরোধ সংগ্রাম চালাচ্ছে সৌদি দৈনিকটি তার অবমাননা করেছে।

আর-রিয়াদ হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত করে যে খবর প্রকাশ করেছে তা একটি মারাত্মক বিপজ্জনক উদাহরণ হয়ে থাকবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

হামাসের বিবৃতিতে আরো বলা হয়, যখন ফিলিস্তিনি জনগণ, আল-কুদস ও মসজিদুল আকসার বিরুদ্ধে ইহুদিবাদী শত্রুরা সবচেয়ে নোংরা অপরাধযজ্ঞ চালাচ্ছে তখন সৌদি আরবের রাজধানী থেকে প্রকাশিত একটি দৈনিকে হামাস সম্পর্ক এ ধরনের বক্তব্য প্রকাশ অত্যন্ত দুঃখজনক। পার্সটুডে

captcha