IQNA

ভিয়েতনামের উত্তরাঞ্চলের একমাত্র মসজিদ "নুর"

18:47 - August 07, 2017
সংবাদ: 2603591
আন্তর্জাতিক ডেস্ক: ভিয়েতনামের উত্তরাঞ্চলের "হ্যানয়" শহরের নুর মসজিদে সেদেশের এবং বিদেশের মুসলমানেরা ইবাদত বন্দেগী করেন।
ভিয়েতনামের উত্তরাঞ্চলের একমাত্র মসজিদ
বার্তা সংস্থা ইকনা: এই মসজিদটি ১৮৭০ সালে ভারতীয় মুসলমানেরা নির্মাণ করেন। তখন একদল ভারতীয় মুসলমান ব্যবসার জন্য ভিয়েতনামে সফর করেন এবং এই মসজিদটি নির্মাণ করেন।
এই মসজিদটি ভারতের অন্যান্য মসজিদের অনুরূপে নির্মাণ করা হয়েছে। মসজিদটিতে একটি গম্বুজ এবং বড় দরজা ও মিনার রয়েছে।
প্রাচীন এই মসজিদটির প্রতি পর্যটকগণ আকৃষ্ট হয়। পর্যটকগণ এই মসজিদে ইসলামী স্থাপত্য ছাড়াও ইসলামী সংস্কৃতির ছাপ খুঁজে পায়।
পূর্বে ভিয়েতনামের মুসলমানের ইংরেজি ভাষায় পবিত্র কুরআনের অনুমোদনহীন অনুবাদ ব্যবহার করত। কিন্তু বর্তমানে কুরআনের ভাষা বোঝার জন্য তারা পবিত্র কুরআনের স্বীকৃত প্রাপ্ত অনুদিত পাণ্ডুলিপি ব্যাবহার করেন।
ভিয়েতনামে প্রায় ৭০ হাজার মুসলমান জীবন যাপন করছে এবং সেদেশের মোট ৮৯টি মসজিদ রয়েছে, যেখানে তারা শান্তিপূর্ণভাবে ইবাদত বন্দেগী করেন।
iqna



captcha