IQNA

রোজ কিয়ামতে মানুষের সব থেকে বড় আক্ষেপ

16:40 - August 08, 2017
সংবাদ: 2603598
আমিরুল মু’মিনিন হযরত আলী ইবনে আবি তালিব(আ.) একটি হাদিসে কিয়ামতের দিন মানুষের সব থেকে বড় হাসরাত বা আক্ষেপ সম্পর্কে আলোকপাত করেছেন।
রোজ কিয়ামতে মানুষের সব থেকে বড় আক্ষেপ
শাবিস্তানের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: হালাল উপার্জন ইবাদত কবুলের পূর্বশর্ত। উপার্জন হালাল না হলে বান্দার দোয়া ও ইবাদত কোনো কিছুই কবুল হয় না। তাই মুমিনের প্রধান দায়িত্ব হালাল উপার্জন করা এবং হারাম বর্জন করা।

আল্লাহ মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে সৃষ্টি করেই ক্ষান্ত হননি; বরং তাদের যাবতীয় মৌলিক অধিকারও সংরক্ষণের ব্যবস্থা করেছেন। সে লক্ষ্যে তিনি মহাবিশ্বের সব সৃষ্টিকে মানুষের সেবায় নিয়োজিত করেছেন। পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে- ‘তিনিই সেই মহান সত্তা, যিনি পৃথিবীর সবকিছু তোমাদের (ব্যবহারের জন্য) তৈরি করেছেন।’ [সুরা বাকারা-২৯]

আমিরুল মু’মিনিন হযরত আলী(আ.) বলেছেন: কিয়ামতের দিন সেই ব্যক্তি সব থেকে বেশী আফসোস করবে যে অবৈধভাবে উপার্জন করেছে এবং সেই উপার্জনকে যাদের জন্য রেখে জায় তারা ঐ সম্পদ ও অর্থ দিয়ে ভাল কাজ ও আল্লাহর আনুগত্য করার মাধ্যমে বেহেশতবাসী হয়। আর সে নিজে জাহান্নামি হয়।

الإمامُ عليٌّ عليه السلام: «إنَّ أعْظَمَ الحَسَراتِ يَومَ القِيامَةِ ، حَسْرَةُ رجُلٍ كَسَبَ مالاً في غَيرِ طاعَةِ اللّه ِ ، فوَرِثَهُ رجُلٌ فأنْفَقَهُ في طاعةِ اللّه ِ سُبحانَهُ ، فدَخَلَ بهِ الجَنّةَ ، و دَخَلَ الأوَّلُ بهِ النّارَ .»

وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ يُدْخِلْهُ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ وَمَنْ يَتَوَلَّ يُعَذِّبْهُ عَذَابًا أَلِيمًا

আর যে আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করবে আল্লাহ তাকে দাখিল করবেন জান্নাতে, যার নিম্নদেশে নদী প্রবাহিত; কিন্তু যে ব্যক্তি পৃষ্ঠ প্রদর্শন করবে তিনি তাকে মর্মন্তুদ শাস্তি দিবেন। (সূরা ফাতহ- ১৭)

وَمَنْ يُشَاقِقِ الرَّسُولَ مِنْ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدَى وَيَتَّبِعْ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ نُوَلِّهِ مَا تَوَلَّى وَنُصْلِهِ جَهَنَّمَ وَسَاءَتْ مَصِيرًا

কারও নিকট সৎপথ প্রকাশিত হবার পর সে যদি রাসূলের বিরুদ্ধাচরণ করে এবং মু’মিনের পথ ব্যতীত অন্য পথ অনুসরণ করে তবে যে দিকে সে ফিরে যায় সে দিকেই তাকে ফিরিয়ে দেব এবং জাহান্নামে তাকে দগ্ধ করব, আর তা কত মন্দ আবাস। (সূরা নিসা- ১১৫)
captcha