বার্তা সংস্থা ইকনা: অন্যান্য বছরের ধারাবাহিকতা বজায় রেখে এ বছরেও জিলকাদ এবং জিলহজ মাসের মধ্যবিত্ত সময়ে পবিত্র কাবা ঘরের পর্দা তিন মিটার উঁচু করা হয়েছে। তিন মিটার উঁচু করে সাদা কাপড় দিয়ে কাবা ঘরের চার দিকের দেয়াল ডেকে দেয়া হয়েছে।
পবিত্র কাবা ঘরের পর্দা বুনানোর কারখানার পরিচালক মুহাম্মাদ বাজুদা বলেন: সম্ভব ক্ষতি এড়ানোর জন্য এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। কারণ, অনেক জিয়ারতকারী পবিত্র কাবা ঘরের পর্দা স্পর্শ করার জন্য আগ্রহ পোষণ করে। এ কাজের মাধ্যমে অনেক সময় পবিত্র কাবা ঘরের পর্দার ক্ষতি হয়।
iqna