IQNA

পবিত্র কাবা ঘরের ইহরাম + ছবি

13:40 - August 09, 2017
সংবাদ: 2603607
আন্তর্জাতিক ডেস্ক: প্রচলন অনুযায়ী গতকাল (৭ম আগস্ট) পবিত্র কাবা ঘরের পর্দা তিন মিটার উঁচু করা হয়েছে। পরিভাষায় বলা যেতে পরে গতকাল পবিত্র কাবা ঘর ইহরাম পড়েছে।
পবিত্র কাবা ঘরের ইহরাম + ছবি
বার্তা সংস্থা ইকনা: অন্যান্য বছরের ধারাবাহিকতা বজায় রেখে এ বছরেও জিলকাদ এবং জিলহজ মাসের মধ্যবিত্ত সময়ে পবিত্র কাবা ঘরের পর্দা তিন মিটার উঁচু করা হয়েছে। তিন মিটার উঁচু করে সাদা কাপড় দিয়ে কাবা ঘরের চার দিকের দেয়াল ডেকে দেয়া হয়েছে।
পবিত্র কাবা ঘরের পর্দা বুনানোর কারখানার পরিচালক মুহাম্মাদ বাজুদা বলেন: সম্ভব ক্ষতি এড়ানোর জন্য এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। কারণ, অনেক জিয়ারতকারী পবিত্র কাবা ঘরের পর্দা স্পর্শ করার জন্য আগ্রহ পোষণ করে। এ কাজের মাধ্যমে অনেক সময় পবিত্র কাবা ঘরের পর্দার ক্ষতি হয়।
iqna



ট্যাগ্সসমূহ: পবিত্র ، কাবা ، ইহরাম ، ইকনা ، জিয়ারত
captcha