বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইমাম মাহদীর অন্তর্ধানের যুগে ইসলামী সমাজের নেতৃত্বের বিষয়টি বাদ পড়ে নি বরং এ বিষয়ে বিশেষভাবে গুরুত্ব দেয়া হয়েছে। ইসলামী শরীয়ত মানুষের জীবনকে পরিচালনা করার জন্য এসেছে এবং ইমাম মাহদীর অন্তর্ধানের যুগে সেই দায়িত্ব পালন করেন তার নায়েব তথা ওয়ালিয়ে ফাকিহ।
ইমাম মাহদীর অন্তর্ধানের যুগে রাহবার তথা ওয়ালিয়ে ফাকিহর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব বর্তায় যিনি সমাজের ন্যায়নীতি ও সুশাসন বজায় রাখেন।
বেলায়াতে ফকীহর বিষয়টি নতুন কিছু নয় এটা ইমামগণের সময় থেকেই চলে আসছে। আল্লাহর পক্ষ থেকে নবী ও ইমাম নির্বাচিত হয়। আর নবী ও ইমামগণ যে শিয়া আলেমকে দায়িত্ব দেন তিনি হলেন ওয়ালিয়ে ফাকিহ।
শেখ তুসি বলেন, তিনিই কেবল বিচার করার যোগ্যতা রাখেন যাকে মাসূম ইমাম অনুমতি দিয়েছেন। এবং ইমামগণ শিয়া ফকিহগণকে এই দায়িত্ব দিয়েছেন।
সুতরাং ইমামের অন্তর্ধানকালীন সময়ে শুধুমাত্র ফকীহ পারেন রাষ্ট্র পরিচালনা করতে।
আবুস সালাহ হালাবি বলেন: ফকীহ হচ্ছেন ইমাম মাহদীর প্রতিনিধি এবং তাদের রাষ্ট্র পরিচালনা করার যোগ্যতা আছে।
মোহাক্কেক আরদেবিলি বলেন: ফকীহ সকল বিষয়ে ইমামের নায়েব, ফকীহ ইমামগণের খলিফা এবং উত্তরাধিকারী। সুতরাং ফকীহকে যা দেয়া হবে মূলত তা ইমামকেই দেয়া হল।
ইসলামী রাষ্ট্র নবীগণ ও ইমামগেনর রেখা যাওয়া সম্পদ আর ইমাম খোমিনি বলেছেন, এই রাষ্ট্রকে ইমাম মাহদীর হাতে পৌছে দেয়া আমাদের দায়িত্ব।
বেলায়াতে ফকীহ হচ্ছেন ইমাম মাহদীর প্রতিনিধি আমরা যদি তার অনুসরণ না করি তাহলে কিভাবে ইমাম মাহদীর অুসরণ করতে পারব। শাবিস্তান