IQNA

ইমাম মাহদীর আবির্ভাবের ছয়টি আলামত

21:14 - August 12, 2017
সংবাদ: 2603620
ইমাম মাহদীর আবির্ভাবের পূর্বে বহু আলামত দেখা দিবে, তার মধ্যে ছয়টি আলামত অতি গুরুত্বপূর্ণ যার ফলে ইমাম মাহদীর আবির্ভাব ঘটবে।
ইমাম মাহদীর আবির্ভাবের ছয়টি আলামত

বার্তা সংস্থার রিপোর্ট: হুজ্জাতুল ইসলাম রাহিম কারেগার বলেন, হাদিসে ইমাম মাহদীর আবির্ভাবের মূল ও সাধারণ বহু নিদর্শনের কথা বলা হয়েছে। যে সব ঘটনার ফলে মানুষ এক নতুন সময়ের মুখোমুখি হবে।

পবিত্র ইমামগণের বাণীতে ইমাম মাহদীর আবির্ভাবের অনেক নিদর্শন বর্ণিত হয়েছে তার কিছু কিছু স্বাভাবিক ও প্রাকৃতিক এবং কিছু কিছু অস্বাভাবিক ও অলৌকিক।

ইমাম জাফর সাদিক(আ.) বলেছেন: ইমাম মাহদীর(আ.) আবির্ভাবের পর দাজ্জালকে হত্যা করবেন এবং পৃথিবীকে সকল প্রকার অন্যায় ও অত্যাচার থেকে মুক্ত করবেন। কিছু হাদিসে বলা হয়েছে হযরত ঈসা(আ.) দাজ্জালকে হত্যা করবে। কেননা হযরত ঈসা(আ.)ইমাম মাহদীর এজন্য সেনাপতি থাকবেন এবং তার নির্দেশেই তিনি দাজ্জালকে হত্যা করবেন।

ইমাম বাকির(আ.) বলেছেন:
 لا یَقُومُ الْقائِمُ اِلاّ عَلی خَوْفٍ شَدیدٍ مِنَ النّاسِ وَزَلازِلَ وَفِتْنَةٍ وَبَلاءٍ یُصیبُ النّاسَ وَطاعُونٍ قَبْلَ ذلِکَ وَسَیْفٍ قاطِعٍ بَیْنَ الْعَرَبِ وَاخْتِلافٍ شَدیدٍ بَیْنَ النّاسِ وَتشْتیتٍ فی دینِهِمْ وَتَغْییرٍ فی حالِهِمْ حَتّی یَتَمَنَّی الْمُتَمَنّی الْمَوْتَ صَباحا وَمَساءً مِنْ عِظَمِ ما یَری مِنْ کَلْبِ النّاسِ وَاَکْلِ بَعْضِهِمْ بَعْضا؛
যে ছয়টি নিদর্শন দেখার পর ইমাম মাহদীর আবির্ভাব নিকটবর্তী হবে তা হচ্ছে: ১-মানুষ হিংস্র হয়ে যাবে।২-বেশী বেশী ভূমিকম্প হবে এবং তাতে বহু মানুষ মারাও যাবে। ৩-ফেৎনা এবং বালামুসিবত অতিমাত্রায় বৃদ্ধি পাবে। ৪-আরবরা গায়ের জোরে হুকুমত করবে এবং বহু খুনখারাবি করবে। ৫-মানুষ বহু ধর্ম ও মাজহাবে বিভক্ত হয়ে যাবে। ৬-অশ্লীলতা খুব বেশী বৃদ্ধি পাবে এবং সাংস্কৃতিক অঙ্গন হবে যাবে অবাধ যৌনতার কেন্দ্র।  শাবিস্তান
captcha