IQNA

ইমাম মাহদীর প্রতীক্ষাকারীদের প্রথম দায়িত্ব

22:40 - August 13, 2017
সংবাদ: 2603626
ইমাম জাফর সাদিক(আ.) থেকে শেখ সাদুক বর্ণনা করেছেন, যে ব্যক্তি চারটি জিনিসের প্রতি সন্দেহ করবে সে আল্লাহর যা কিছু অবতীর্ণ করেছেন তার সবই অস্বীকার করবে। তার মধ্যে অন্যতম হচ্ছে প্রতি যুগের ইমামের প্রতি বিশ্বাস ও তার বৈশিষ্ট্য সম্পর্কে পরিচিত।

শাবিস্তানের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইমাম সাদিক(আ.) আরও বলেছেন, তোমার ইমামকে চেন, তাই তার আবির্ভাব দেরিতে হোক আর তাড়াতাড়িই হোক। কেননা তিনি এমনই এক ইমাম যারা আনুগত্য সবার জন্য ফরজ ও ওয়াজিব। আর যার আনুগত্য করা ওয়াজিব তাকে সঠিকভাবে চেনাও ওয়াজিব। যাতে করে কোন ভণ্ড কেউ নিজেকে মিথ্যা ইমাম মাহদী দাবি করে না বসতে পারে।

সুতরাং ইমাম মাহদীকে চেনা ও তার বৈশিষ্ট্য সম্পর্কে জানা সবার জন্য ওয়াজিব।

প্রসিদ্ধ হাদিসে বর্ণিত হয়েছে: যে ব্যক্তি তার জামানার ইমামকে না চিনে মৃত্যুবরণ করবে সে জাহেলিয়াতের মৃত্যুবরণ করল। অর্থাৎ সে কাফের অবস্থায় মৃত্যুবরণ করল যাদের জীনও ছিল মৃত্যু।

ইমামদেরকে চেনার পথ হচ্ছে তাদের বৈশিষ্ট্য সম্পর্কে জানা। সুতরাং শুধুমাত্র তাদের নাম জানলেই চলবে না বরং তাদের সম্পর্কে সঠিক জ্ঞান রাখতে হবে।

রাসূল(সা.) বলেছেন: اولی الامر بالمعروف و العدل و الاحسان উলিল আমরকে তাদের ভাল কাজ ও ন্যায়পরায়ণতার মাধ্যমে চিনে নাও।
captcha