IQNA

বার্সেলোনায় হামলা: স্থানীয় মুসলমানদের মধ্যে আতঙ্ক

23:43 - August 20, 2017
সংবাদ: 2603661
আন্তর্জাতিক ডেস্ক: বার্সেলোনায় সিরিজ হামলার পর থেকে সেখানকার মুসলিম সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
বার্সেলোনায় হামলা: স্থানীয় মুসলমানদের মধ্যে আতঙ্ক
বার্তাা সংস্থা ইকনা: বার্সেলোনার রাভালের কেন্দ্রে একটি ছোট মসজিদ। সেখানকার ইমাম রাজা মিয়া জানালেন, মুসল্লিরা গত দু'দিনে খুব একটা আসছে না মসজিদে। রাজা ন'বছর আগে বাংলাদেশ থেকে বার্সেলোনায় আসেন।

তিনি জানান, ‘আমাদের সবার মধ্যে এতটাই আতঙ্ক বিরাজ করছে যে অনেকেই বাড়ির বাইরে বের হচ্ছেন না। অনেক কম মানুষ নামাজ পড়তে আসছেন। সাধারণত ৪০ থেকে ৫০ জন নামাজ পড়তে আসেন, সেখানে ১০ থেকে ১৫ জন এখন নামাজ পড়তে আসছেন।'

বৃহস্পতিবার এই শহরেই ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে ১৪ জনকে হত্যা করা হয় এবং আহত হয় বেশ কয়েকজন। এই হামলার দায় স্বীকার করেছে তথাকথিত ইসলামিক জঙ্গি গোষ্ঠী আইএস। এর কয়েক ঘণ্টা পরে ক্যামব্রিলসে একই ধরনের হামলায় আরো একজন নিহত হয়। পুলিশের গুলিতে সন্দেহভাজন পাঁচজন নিহত হয়।


স্পেনে চরম ডানপন্থী দলগুলোর আধিপত্য তেমন একটা চোখে পড়ে না। সরকারি এক জরিপে দেখা গেছে, স্পেনের মাত্র চার ভাগ মানুষ অভিবাসীদের ‘সমস্যা' হিসেবে মনে করে। তবে এটা ঠিক যে সাম্প্রতিককালে ইউরোপ জুড়ে যে জঙ্গি হামলার ঘটনাগুলো ঘটেছে, তার দায় স্বীকার করেছে ইসলামি জঙ্গি দল বা আইএস। এরপর থেকে বিদেশিদের প্রতি ঘৃণা প্রদর্শনের ঘটনা বেড়েছে।

বিভিন্ন জরিপ থেকে দেখা যাচ্ছে ২০১৪ সালে এমন ঘটনার সংখ্যা যেখানে মাত্র ৪৮টি রেকর্ড করা হয়েছিল, ২০১৫ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৫৩৪টিতে। তাই বার্সেলোনায় এই হামলার পর এরকম হামলা অনেক বেড়ে যাবে বলে আশংকা করছেন স্থানীয় মুসলমানরা।

স্পেনের অন্যান্য শহরের চেয়ে বার্সেলোনায় ইসলামি উগ্রবাদীরা বেশি সোচ্চার। এটা হয়ত সেখানকার সরকারের স্বৈরাচারী আচরণের কারণে। এছাড়া এই শহরে বহুজাতিক মানুষের বাস।
iqna


captcha