বার্তা সংস্থা ইকনা: বাদশাহের নির্দেশ দুই দফায় কুরআনের দুই লাখ পাণ্ডুলিপি আনা হয়েছে। পবিত্র কুরআনের এসকল পাণ্ডুলিপি সৌদি আরবের মালেক ফাহাদ প্রেস থেকে মসজিদ আল-হারামে প্রবেশ করানো হয়েছে।
১৪৩৮ হিজরির হজ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করার জন্য মসজিদুল হারাম ও মসজিদুল নবাবির পরিচালকের পক্ষ থেক কুরআনের এসকল পাণ্ডুলিপি মসজিদে আনা হয়েছে।
উল্লেখ্য, পবিত্র কুরআনের এসকল পাণ্ডুলিপির মধ্যে ৭৫ ভাষায় অনুদিত পাণ্ডুলিপি এবং ব্রেইল বর্ণমালার পাণ্ডুলিপি রয়েছে।
iqna