IQNA

ইরানের সামরিক ও বিপ্লবী গার্ড বাহিনী শত্রুদের চোখের কাঁটা: কাজেম সিদ্দিকী

19:47 - August 25, 2017
সংবাদ: 2603694
আন্তর্জাতিক ডেস্ক: তেহরানের জুমার নামাজের খতিব হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন কাজেম সিদ্দিকী বলেছেন: ইরানের সামরিক বাহিনী এবং বিপ্লবী গার্ড বাহিনী হলো শত্রুদের চোখের কাঁটা।

পার্সটুডের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: খাতামুল আম্বিয়া বিমান ঘাঁটির আসন্ন প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে অভিনন্দন জানিয়ে তিনি আজ জুমার খুতবায় এ কথা বলেন।

একইভাবে সরকার সপ্তা উপলক্ষ্যেও তিনি রাষ্ট্রীয় সকল পর্যায়ের কমকর্তাদের অভিনন্দর জানান। তিনি বলেন ইমান এবং প্রকৃত বিশ্বাস, অক্লান্ত পরিশ্রম এসবই হলো ইসলামি ইরানের সরকারি দায়িত্বশীলদের বিশেষ বৈশিষ্ট্য।

১৯৮১ সালে এক সন্ত্রাসী হামলার ঘটনায় তৎকালীন সরকারের পদস্থ নেতাদের বেশ কয়েকজন শহীদ হন। তাঁদের স্মরণেই ২৪ থেকে ৩০ আগস্ট ইরানে সরকার সপ্তাহ পালিত হয়।



captcha