চলতি বছর সৌদি আরবে হজ করতে গিয়ে গত চারদিনে আরো নয়জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। গত মঙ্গল, বুধ, বৃহস্পতি ও শুক্রবার এই চারদিনে মক্কা নগরীতে বিভিন্ন অসুস্থতার কারণে এই নয় বাংলাদেশি মারা যান।
বার্তা সংস্থা ইকনা: সৌদি আরবের মক্কায় বাংলাদেশ হজ মিশনের তথ্য মতে নিহত মুসল্লিরা হলেন- মুন্সীগঞ্জ জেলার লতিফ সিকদার (বয়স ৭৭, পাসপোর্ট নম্বর বিকে ০২২৭৫৮৯), গাইবান্ধা জেলার মাজেদা বেগম (বয়স ৬৬, বিএম ০৬৬৯৮৭৩), চাঁদপুর জেলার মো. ইদ্রিস আলম বেপারী (বয়স ৭২, বিপি ০১৪১৭২১), কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিংগার মো. আবু তাহের নূরী (বয়স ৬১, বিএল ০৯০৮৯৮১), কুমিল্লা জেলার মির্জা আবুল কাসেম (বয়স ৬০, বিজে ০৯২৮৮৮১), ময়মনসিংহ জেলার মাহমুদ (বয়স ৭১, বিএম ০০৪২৯২৬), ঠাকুরগাঁও জেলার মো. আফাজ উদ্দিন (বয়স ৬৫, বিজে ০১৬০৬৫৪), চুয়াডাঙ্গার আহমদ হোসেন (বয়স ৭৩, বিএম ০৫১০৬৮৪) ও বরিশাল জেলার শেখ খলিলুর রহমান (বয়স ৭১, বিকে ০৪০৮৯২৮)।
শনিবার পর্যন্ত সর্বশেষ প্রাপ্ত খবরে সৌদি আরবে এবার হজ করতে এসে ৪৯ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ৪৫ জন ও নারী চারজন। আরটিএনএন