বার্তা সংস্থা ইকনা: ফিলিস্তিনের প্রেস ফটোগ্রাফি করতেন হুসাইন রায়ানের বড় ছেলে রামি ফাথি। শখের বশেই এই পেশায় নাম লিখিয়েছিলেন ফাথি। ৩ বছর আগে মাত্র ২৬ বছর বয়সে গাজায় কাজ করতে গিয়ে ইসরায়েলি সৈন্যদের হাতে মারা পড়ে সে।
রায়ান বলেন,‘ রামি আমার প্রথম সন্তান। ১৪ বছর সাধন-মানত করে রামিকে পেয়েছিলাম। আমরা খুবই খুশি ছিলাম। কিন্তু ইসরায়েলির সৈন্য সেই সুখ কেড়ে নিলো।’
ছেলে হারানোর পর থেকেই হজে আসার জন্য চেষ্টা করছিলেন রায়ান। কিন্তু হজে আসার খরচ আর সংসার কোনটাই কুলিয়ে উঠতে পারছিলেন না তিনি। এরপর স্বয়ং বাদশা সালমান তাকে হজ করার জন্য সাহায্য করায় তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রায়ান। বাদশা সালমানের হজ প্রকল্পের জন্যই এবারের হজে স্থান পেয়েছেন রায়ান। বাদশা সালমান ও মৃত পুত্রের নামে নিজের হজ উৎসর্গ করেছেন বলে জানান তিনি। আরব নিউজ/ আমাদের সময়