বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইমাম মাহদীর আবির্ভাবের মাধ্যমে দ্রুত বিশ্বের পরিস্থিতি পাল্টে যাবে এবং মানুষ সুখ ও শান্তির মুখ দেখতে পারবে, তবে ইমাম মাহদীর আবির্ভাব মুনুসেল প্রস্তুতির উপর নির্ভরশীল।
সুতরাং ইমাম মাহদীর আবির্ভাব বাস্তবায়ন হওয়ার জন্য মানুষের প্রথম দায়িত্ব হচ্ছে ইমাম মাহদী ও তার বিপ্লব সম্পর্কে সঠিক ধারণা অর্জন করা। আর সব থেকে বড় দায়িত্ব হচ্ছে গোনাহ থেকে দূরে থাকা এবং ইমাম মাহদীর আবির্ভাবের প্রেক্ষাপট রচনা করা।
১- মানুষকে দুনিয়ার বর্তমান অবস্থার প্রতি অসন্তুষ্ট থাকতে হবে এবং জালিম ও অবৈধ শাসকদের ধ্বংস করার জন্য পদক্ষেপ নিতে হবে।
২- সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে শরিক হতে হবে। ৩- ইমাম মাহদীর সাথে বায়াত করতে হবে এবং তার ন্যায়পরায়ণ রাষ্ট্রের প্রতি রাজি ও খুশি থাকতে হবে।
ইমাম মাহদী(আ.) নিজেই বলেছেন: «وَ لَوْ اَنَّ أشياعَنا وَ فَقَّهُمُ اللّه ُ لِطاعَتِهِ، عَلى اجْتِماعٍ مِنَ الْقُلُوبِ فى الْوَفاءِ بِالْعَهْدِ عَلَيْهِمْ، لَما تأخَرَّ عَنْهُمُ الْيُمْنُ بِلِقائنا، وَ لَتَعَجَّلَتْ لَهُمْ السَّعادَةُ بِمُشاهِدَتِنا، عَلى حقِّ الْمَعْرِفَةِ وَ صِدْقِها مِنْهُمْ بِنا، فَما يَحْبِسُنا عَنْهُمْ إلاّ ما يَتَّصِلُ بِنا مِمّا نُكْرِهُهُ؛»
আমাদের শিয়াদের অন্তরসমূহ যদি অঙ্গিকার পূর্ণ করার জন্য একতাবদ্ধ হত তাহলে তাদের সাথে আমার সাক্ষাত একদণ্ডও পিছাতো না। বরং তারা খুব শীঘ্রই আমাদেরকে দেখার সৌভাগ্য অর্জন করতে পারত। একমাত্র তাদের গোনাহ ও অন্যায়সমূহই আমাদের থেকে তাদেরকে দূরে সরিয়ে রেখেছে। শাবিস্তান