বার্তা সংস্থা ইকনা: জর্ডানের মায়ান প্রদেশের ওয়াদিয়ে মূসা সিটির "আল মুসাল্লা" মসজিদে গৃহিণী ও বয়স্ক নারীদের জন্য উক্ত কুরআন হেফজের ক্লাস অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ এক বছর যাবত এই ক্লাস অব্যাহত ছিল। এই ক্লাসে কুরআন হেফজ ছাড়াও জীবন অতিবাহিত করার জন্য একজন মুসলমানের যা যা জানার প্রয়োজন রয়েছে সেগুলো সম্পর্কে তারা অবহিত হয়েছে।
এসকল বয়স্ক মহিলা নিরক্ষর ছিল। তাদের স্বইচ্চার ফলে সকল বাধাকে অতিক্রম করে শুধুমাত্র শ্রবণ করে সম্পূর্ণ কুরআন হেফজ করতে সক্ষম হয়েছেন।
এসকল নারীদের সম্মাননা প্রদর্শনের জন্য এক বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে জর্ডান বিশ্ববিদ্যালয়ের মসজিদের খতিব ও পেশ ইমাম নুর মুহাম্মাদ আল ফাজুল "পবিত্র কুরআন আমাদের হেফজ করে" আলোকে বক্তৃতা পেশ করেন। এসময় তিনি পবিত্র কুরআনের হেফজের গুরুত্ব এবং হেফজের পদ্ধতির ব্যাপারে আলোকপাত করেন।
সম্মাননা প্রদর্শনী অনুষ্ঠানে নুর মুহাম্মাদ আল ফাজুল অংশগ্রহণকারীদের নিকটে প্রশ্ন করেন।
iqna