IQNA

৪১৯ হাজিকে নিয়ে প্রথম ফ্লাইট ঢাকায়

23:46 - September 06, 2017
সংবাদ: 2603771
পবিত্র হজ পালন শেষে বুধবার থেকে শুরু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফিরতি হজ ফ্লাইট। হাজিদের নিয়ে প্রথম ফিরতি হজ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে।
৪১৯ হাজিকে নিয়ে প্রথম ফ্লাইট ঢাকায়
বার্তা সংস্থা ইকনা:বুধবার রাত ৮টা ২১ মিনিটে ৪১৯ হাজি নিয়ে বাংলাদেশ বিমানের বিজি-২০১২ ফ্লাইটটি নিরাপদে ঢাকায় অবতরণ করে।

এর আগে জেদ্দা বিমানবন্দরে অতিরিক্ত হজযাত্রীর চাপের কারণে নির্ধারিত সময়ের দুই ঘণ্টা পর আকাশে উড়ে হজের প্রথম ফ্লাইটটি। নির্ধারিত সময়ে না ছাড়ার কারণে ফ্লাইটটি সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ঢাকায় অবতরণের কথা থাকলেও সেটি ঢাকায় পৌঁছায় বাংলাদেশ সময় রাত ৮টা ২১ মিনিটে।

captcha