
বার্তা সংস্থা ইকনা: সৌদি রাজা সালমান বিন আব্দুল আজিজকে দেয়া এক চিঠিতে রোহিঙ্গা ইস্যুতে মুসলিম দেশগুলোর জরুরি বৈঠক ডাকার আহ্বান জানিয়ে মাওলানা বুখারী বলেন, ‘বর্তমান সময়ে মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমরা যে ধরণের বেদনাদায়ক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে তা আপনি অবগত হয়ে থাকবেন। সেখানে প্রকাশ্যে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। নিরাপত্তা বাহিনী ও সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধরা মুসলিমদের বিরুদ্ধে বর্বর অত্যাচার চালাচ্ছে। হাজারো রোহিঙ্গা মুসলিমদের হত্যা করা হয়েছে। কমপক্ষে এক লাখ মানুষ সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এ অবস্থায় সেখানকার পরিস্থিতি অত্যন্ত নাজুক ও বিভীষিকাময়। রোহিঙ্গা মুসলিমরা অস্তিত্বের সঙ্কটে পড়েছেন। তারা আশ্রয় ও খাদ্য সামগ্রীর গুরুতর সমস্যা সৃষ্টি হয়েছে।’
মাওলানা বুখারী সৌদি রাজাকে ওই মানবিক সঙ্কটের প্রতি দৃষ্টি দিয়ে ভয়াবহ পরিস্থিতির মুখে পড়া রোহিঙ্গা মুসলিমদের রক্ষা করতে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তার মতে, সৌদি আরবের উদ্যোগে ৫৭টি মুসলিম দেশের ঐক্যবদ্ধ হলে এবং সৌদি আরব চাইলে রোহিঙ্গা মুসলিমদের সমস্যা স্থায়ীভাবে সমাধান করতে পারে।
এ ধরণের পদক্ষেপ নিলে তা বিশ্বের চোখে প্রশংসিত হবে এবং আল্লাহ্র কাছেও পুরস্কৃত হওয়ার কারণে পরিণত হবে বলে মাওলানা সাইয়্যেদ আহমদ বুখারী মন্তব্য করেছেন। পার্সটুডে