IQNA

ওমানে ৫৫ জনের ইসলাম ধর্ম গ্রহণ

16:08 - September 09, 2017
সংবাদ: 2603787
আন্তর্জাতিক ডেস্ক: ওমানের এন্ডোউমেন্ট এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অন্তর্গত ফতোয়া দপ্তর ঘোষণা দিয়েছে, গতমাসে ওমানে বিশ্বের বিভিন্ন দেশের ৫৫ জন নাগরিক ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
ওমানে ৫৫ জনের ইসলাম ধর্ম গ্রহণ
বার্তা সংস্থা ইকনা: ওমানের এন্ডোউমেন্ট এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অন্তর্গত ইসলাম পরিচিতি ও সংস্কৃতি সেন্টার ঘোষণা করেছে, আগস্ট মাসে ওমানে বসবাসরত ফিলিপাইন, উগান্ডা, ভারত, শ্রীলংকা এবং বাংলাদেশের ৫৫ জন ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
এই দপ্তর আরও জানিয়েছে, এসকল ব্যক্তির ইসলাম ধর্ম গ্রহণের ব্যাপারে এই দপ্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই প্রতিষ্ঠানে অমুসলিমরা সর্বদা যোগাযোগ রাখে এবং তারা ইসলাম ধর্ম সম্পর্কে বিভিন্ন ধরণের প্রশ্ন করে।
প্রতিবেদন অনুযায়ী, ওমানের ফতোয়া দপ্তর বিশেষ দিনগুলোয় বিভিন্ন অনুষ্ঠানের ব্যবস্থা করে থাকে এবং সেই অনুষ্ঠানে অমুসলিমদেরকেও আমন্ত্রণ জানানো হয়।
iqna



captcha