IQNA

হামলাকারীদের উচিত এমন সহিংসতার আগে বুদ্ধকে মনে করা: দালাই লামার

14:39 - September 10, 2017
সংবাদ: 2603794
আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারে মুসলিম রোহিঙ্গাদের ওপর চলমান হত্যাকাণ্ড ও সহিংসতার ঘটনায় দুঃখ প্রকাশ করে তাদের ওপর চলমান সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন, তিব্বতের নির্বাসিত আধ্যাত্মিক নেতা দালাই লামা।
হামলাকারীদের উচিত এমন সহিংসতার আগে বুদ্ধকে মনে করা: দালাই লামার
বার্তা সংস্থা ইকনা: শনিবার ভারতের হিমাচলে সাংবাদিকদের কাছে দালাই লামা দুঃখ প্রকাশ করে তাদের ওপর চলমান সহিংসতা বন্ধের আহ্বান জানান। এসময় তিনি রোহিঙ্গা মুসলিমদের ওপর হামলাকারীদের গৌতম বুদ্ধের পথ অনুসরণের আহ্বান জানিয়েছেন দালাই লামা। খবর বার্তা সংস্থা এএনআই।

গৌতম বুদ্ধ বৌদ্ধধর্মের প্রবর্তক। তার অন্যতম মূল বাণী অহিংসা ও শান্তি, মৈত্রী ও প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে সহাবস্থান করা। ব্যক্তি কোনো বিষয় নয়, সামষ্টিক শান্তিই প্রকৃত শান্তি।

মিয়ানমারে বৌদ্ধরা সংখ্যাগরিষ্ঠ। দেশটির রাখাইন রাজ্য সংখ্যালঘু রোহিঙ্গা-অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত। তারা প্রজন্মের পর প্রজন্ম ধরে সেখানে বাস করছে। তবে তারা মৌলিক মানবাধিকার থেকে বঞ্চিত। রোহিঙ্গাদের নাগরিক হিসেবে স্বীকার করে না মায়ানমার। বিপন্ন এই জনগোষ্ঠীর ওপর মায়ানমারের সরকারি বাহিনী ও কট্টরপন্থী বেসামরিক বৌদ্ধরা সহিংস দমন-পীড়ন চালাচ্ছে। রাখাইনে চলমান সহিংসতায় সেখান থেকে প্রায় তিন লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
captcha