IQNA

যে কারণে ইসলাম গ্রহণ করছেন নেপালিরা

16:36 - September 11, 2017
সংবাদ: 2603805
আন্তর্জাতিক ডেস্ক: নেপালিদের মধ্যে ইসলাম গ্রহণের প্রবণতা বাড়ছে। গত কয়েক বছরে নেপালে মুসলিমদের সংখ্যা ব্যাপকহারে বেড়েছে বলে জানিয়েছে তুরস্কের স্টার পত্রিকা।
যে কারণে ইসলাম গ্রহণ করছেন নেপালিরা
বার্তা সংস্থা ইকনা: নেপালের ইসলামিক সোসাইটির প্রধান খোরশিদ আলমকে উদ্ধৃত করে পত্রিকাটি জানায়, গত ১৫ বছরে প্রায় এক লাখ নেপালি ইসলাম গ্রহণ করেছেন। আসছে বছরগুলোতে ইসলাম গ্রহণের এ সংখ্যা আরো বাড়তে পারে বলেও আশাবাদ জানিয়েছেন তিনি।

হিন্দু এবং বৌদ্ধ ধর্ম ত্যাগ করে মুসলিম হওয়ায় এসব মানুষকে বহু বাধা-বিপত্তির মুখে পড়তে হয়। বিশেষ করে হিন্দু ও বৌদ্ধ উগ্রবাদীরা বড় বাধা হয়ে দাঁড়ায়। নেপালে ইসলাম গ্রহণের হার উল্লেখ্যযোগ্য বলেও মন্তব্য করেন খোরশিদ আলম।

নেপালে মুসলিমরা সংখ্যালঘু। গত ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী দেশটির ৪.৪ ভাগ মানুষ ইসলাম ধর্মের অনুসারী। মুসলিমদের ৯৭ ভাগই থাকেন তেরাই অঞ্চলে। বাকিরা রাজধানী কাঠমান্ডু এবং পশ্চিমাঞ্চলের পাহাড়ি এলাকায় বসবাস করেন। এমটিনিউজ
captcha