IQNA

প্রেস্টনের মসজিদে সন্ত্রাসীদের হামলা

14:39 - September 15, 2017
সংবাদ: 2603837
আন্তর্জাতিক ডেস্ক: গতকাল (১৪ই অক্টোবর) সকালে ইংল্যান্ডের উত্তর পশ্চিমাঞ্চলের প্রেস্টন শহরের একটি মসজিদে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে।
প্রেস্টনের মসজিদে সন্ত্রাসীদের হামলা
বার্তা সংস্থা ইকনা: অজ্ঞাত পরিচয়ের সন্ত্রাসীরা মসজিদের জানালা ভেঙ্গে পালিয়েছে। প্রেস্টনের পুলিশ হামলাকারীদের সনাক্ত এবং গ্রেফতার করার জন্য তদন্ত শুরু করেছে।
হামলায় মসজিদের জানালা ভাঙ্গার ছবিটি প্রেস্টন সিটি কাউন্সিলের টুইটার পেজে আপলোড করা হয়েছে এবং এই হামলায় যারা জড়িত রয়েছে তাদেরকে পুলিশের নিকট ধরিয়ে দেয়ার জন্য ইংল্যান্ডের সকল অধিবাসীর নিকট আহ্বান জানিয়েছে।
এদিকে আল-দাস্তুর পত্রিকা এক প্রতিবেদনে লিখেছে, ইসলাম বিদ্বেষীরা ইংল্যান্ডে প্রায় প্রতি সপ্তাহে একবার করে মুসলমান এবং মসজিদের ওপর হামলা চালায়।
এক জরিপে দেখা গিয়েছে, ২০‌১৩ সালের মে মাস থেকে ২০১৭ সালের জুন মাস পর্যন্ত ইসলাম বিদ্বেষীরা ইংল্যান্ডের বিভিন্ন মসজিদে ১৬৭ বার হামলা চালিয়েছে।
iqna



captcha