IQNA

রোহিঙ্গাদের ত্রাণবাহী ট্রাক খাদে পড়ে নিহত ৯

12:44 - September 21, 2017
সংবাদ: 2603881
আন্তর্জাতিক ডেস্ক: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় রোহিঙ্গা শরণার্থীদের জন্য রেড ক্রিসেন্টের ত্রাণবাহী একটি ট্রাক খাদে পড়ে নয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।
রোহিঙ্গাদের ত্রাণবাহী ট্রাক খাদে পড়ে নিহত ৯
বার্তা সংস্থা ইকনা: আজ (বৃহস্পতিবার) সকাল আটটার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার চাকঢালার আমতলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তবে নিহতরা সবাই শ্রমিক বলে জানান রেডক্রিসেন্টের পরিচালক আজম খান।

বান্দরবান জেলা রেডক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর হোসেন জানান, নাইক্ষ্যংছড়ির সদর থেকে রোহিঙ্গাদের জন্য ত্রাণ নিয়ে ট্রাকটি মিয়ানমার সীমান্তের চাকঢালা এলাকায়  রোহিঙ্গা শিবিরের দিকে যাচ্ছিল। পথে ওই এলাকায় পৌঁছলে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ছয়জন নিহত হন এবং হাসপাতালে নেয়ার পর আরও তিনজনের মৃত্যু হয়।

বান্দরবানের জেলা প্রশাসক দিলিপ কুমার বনিক জানান, ট্রাকটি নাইক্ষ্যাংছড়ি থেকে বড়শনখোলায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে যাচ্ছিল। হতাহতরা সবাই নাইক্ষ্যাংছড়ি উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
iqna
captcha