IQNA

শহীদ হোজাজির কফিনের পাশে সর্বোচ্চ নেতার উপস্থিত

15:17 - September 27, 2017
সংবাদ: 2603929
আন্তর্জাতিক ডেস্ক: শহীদ হোজাজির দেহ মঙ্গলবার সিরিয়া থেকে ইরানে পৌঁছায়। আজ রাজধানী তেহরানে সিরিয়ায় শহীদ ইরানি সামরিক উপদেষ্টা মোহসেন হোজাজিকে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়িসহ সর্বস্তরের মানুষ বিদায় জানিয়েছেন।
শহীদ হোজাজির কফিনের পাশে সর্বোচ্চ নেতার উপস্থিত
বার্তা সংস্থা ইকনা: আজ (বুধবার) ভোরে ইরানের রাজধানী তেহরানের ইমাম হুসাইন (আ.) মসজিদে শহীদ হোজাজিকে দেখতে যান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি। সেখানে তিনি শহীদের কফিনের পাশে দাঁড়িয়ে সূরা ফাতিহা পাঠ এবং দোয়া করেন।
এসময় তিনি শহীদের পরিবারবর্গের সাথে সাক্ষাৎ করেন। সাক্ষাতের সময় শহীদের পরিবারবর্গদের ধৈর্যধারণ কথা বলেন।
iqna


captcha