বার্তা সংস্থা ইকনা: এসময় মিয়ানমারের রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের ওপর চলমান সহিংসতা অবিলম্বে বন্ধ করতে আহ্বান জানান জাতিসংঘের সাত বিশেষজ্ঞ-কর্মকর্তা।
এক বিবৃতিতে বিশেষজ্ঞ-কর্মকর্তারা বলেন, ‘রাখাইনে মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য অভিযোগ রয়েছে। এসব অভিযোগের মধ্যে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, মাত্রাতিরিক্ত বল প্রয়োগ, নির্যাতন, যৌন সহিংসতা, লোকজনকে জোর করে বিতাড়িত করা, সেই সঙ্গে রোহিঙ্গাদের দুই শতাধিক গ্রাম জ্বালিয়ে দেওয়ার মতো ঘটনা আছে। ’
বিশেষজ্ঞরা বলেন, ‘আমরা সু চিকে আহ্বান জানাচ্ছি, তিনি যেন রাখাইনে গিয়ে একান্তে রোহিঙ্গাদের সঙ্গে দেখা করেন। সেই সঙ্গে কক্সবাজারে সেই সব রোহিঙ্গার সঙ্গে কথা বলার আহ্বান জানাচ্ছি, যারা পালিয়ে সেখানে আশ্রয় নিয়েছে। ’
বিবৃতিতে সাক্ষর করা বিশেষজ্ঞরা হলেন মিয়ানমারে জাতিসংঘ মানবাধিকার পরিস্থিতি বিষয়ক বিশেষ দূত ইয়াংঘি লি, বিচারবহির্ভূত বা নির্বিচার হত্যাকাণ্ড সংক্রান্ত বিশেষ দূত এগনেস ক্যালামার্ড, সংখ্যালঘুবিষয়ক বিশেষ দূত ফার্নান্ড ডে ভেরেনেস, গৃহায়ণ ও জীবনযাত্রা বিষয়ক দূত লেইলানি ফারহা, অভ্যন্তরীণ বাস্তুচ্যুত জনগোষ্ঠীর মানবাধিকারবিষয়ক দূত সিসিলিয়া জিমেনেজ, সমসাময়িক বর্ণবাদ বিশেষজ্ঞ মুতুমা রুতেরে ও ধর্মীয় বিশ্বাসের স্বাধীনতাবিষয়ক বিশেষ দূত আহমেদ শাহিদ। বিবিসি/ আরটিএনএন