IQNA

সকল ওয়াজিব ও মুস্তাহাব কাজকে ইমাম মাহদীর নিয়তে আঞ্জাম দিতে হবে

17:02 - September 28, 2017
সংবাদ: 2603939
আমাদের আমলকে আল্লাহর ওলির পথে খরচ করতে হবে এবং নিজেদের সকল ওয়াজিব ও মুস্তাহাব আমলকে ইমাম মাহদীর নিয়তে আঞ্জাম দিতে হবে। ইমাম মাহদীর নামে দান খয়রাত করতে হবে এবং ইমামের কাছে বলতে হবে, হে ইমাম! আমাদের যারা এই দুনিয়া থেকে চলে গেছেন তাদের জন্য দোয়া করবেন।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: হুজ্জাতুল ইসলাম দারেস্তানি বলেন, সর্বদা তার স্মরণ করতে হবে এবং সর্বদা নিজেদের অন্তরে তার বিচ্ছেদের বেদনা অনুভব করতে হবে। ইমাম মাহদীর আবির্ভাবের দোয়া ছাড়া আমাদের মুখে যেন অন্য কোন দোয়া না থাকে।

আমাদের অপর দায়িত্বটি হচ্ছে আহলে বাইতের মোহাব্বাতকারী গরীব ও ফকিরদের দান খয়রাত করা। আমরা ইমামদের জীবনীতে এই বিষয়টি অহরহ লক্ষ করেছি যে তারা অসহায়দের সহায় হতেন এবং গরিব দু:খিদের দান করতেন।

দারেস্তানি বলেন: ইমামদের একটি বড় দায়িত্ব হচ্ছে মানুষের সমস্যার সমাধান করা। আমরা ইমামদের অনুসারী হয়ে আমাদেরকেও এই কাজটি পালন করতে হবে।

তিনি বলেন: বর্তমানে সমাজে হতাশা বিরাজ করার একটি বড় কারণ হচ্ছে আমরা অন্যের সমস্যা সমাধানে সচেষ্ট নই। যদি আমার অন্য ভাই সুখে থাকত তাহলে আমিও সুখে থাকতে পারতাম। আমরা যেহেতু অন্যের সুখের জন চেষ্টা করি না সেজন্যই আমরাও সুখী হতে পারি না। শাবিস্তান


ট্যাগ্সসমূহ: আমল ، ইমাম ، মাহদী ، ইকনা ، মানুষ
captcha