IQNA

মিয়ানমারের মুসলমানদের জন্য মুচির একদিনের পারিশ্রমিক দান

15:31 - September 30, 2017
সংবাদ: 2603959
আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের নির্যাতিত রোহিঙ্গা মুসলমানদের সাহায্যের জন্য তুরস্কের মুচি ইব্রাহিম বায়রাকাটার তার এক দিনের পারিশ্রমিক দান করবেন।
মিয়ানমারের মুসলমানদের জন্য মুচির একদিনের পারিশ্রমিক দান

বার্তা সংস্থা ইকনা: তুরস্কের ৬৬ বছর বয়সী ইব্রাহিম বায়রাকাটার সেদেশের আন্টাক্য শহরের অধিবাসী।

পেশায় তিনি একজন মুচি। রোহিঙ্গা মুসলমানদের সাহায্যের জন্য তিনি তার অর্জিত এক দিনের পারিশ্রমিক রোহিঙ্গাদের জন্য দান করবেন।

সকলে নিজের সমর্থ অনুযায়ী মিয়ানমারের নিপীড়িত মুসলমানদের সাহায্য করার বিষয়ে ইব্রাহিম বলেন: যখন আমাদের ধর্মীয় ভায়েরা কঠিন পরিস্থিতির সম্মুখে অবস্থান করে, তখন আমরা এই বিষয়টি উপেক্ষা করতে পারি না। আমাদের উচিত যে কোন উপায়ে রোহিঙ্গা মুসলমানদের সাহায্য করা।

তিনি তার সাক্ষাতকারের একাংশে রোহিঙ্গা মুসলমানদের সাহায্য এবং মিয়ানমারে মুসলিম গণহত্যা বন্ধ করার জন্য বিশ্বের সকল মুসলমানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

iqna

http://iqna.ir/fa/news/3647553

captcha