বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ২৬ বছর বয়স্ক ইরানি যুবক মোহসেন হুজাজি সিরিয়ায় ইমাম হুসাইন (আ)'র বোন হযরত জাইনাব সালামুল্লাহি আলাইহার পবিত্র মাজার রক্ষাকারী স্বেচ্ছাসেবী বাহিনীর একজন সিনিয়র কমান্ডার হিসেবে গত নয়ই আগস্ট সিরিয়া ও ইরাক সীমান্তে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএসআইএল-বাহিনীর হাতে শহীদ হয়েছেন।
ইরানের ইসলামী বিপ্লবের রাহবার শহীদ হুজাজির প্রশংসা করে তাকে মহান আল্লাহর নিদর্শন ও সন্ত্রাসীদের হাতে মস্তক-বিচ্ছিন্ন হওয়া মজলুম শহীদদের মুখপাত্র বলে মন্তব্য করেছেন।
শহীদ হুজাজির দাফন ও শোক অনুষ্ঠানে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতির কথা তুলে ধরে ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, মহান আল্লাহ শহীদ হুজাজির সংগ্রামের ওসিলায় ইরানি জাতিকে গৌরবান্বিত করেছেন এবং তাকে বিপ্লবী যুব প্রজন্মের আদর্শ ও ইসলামী বিপ্লবের চলমান মু'জিজা বা অলৌকিক খোদায়ী নিদর্শনে পরিণত করেছেন।
ইরানের ইসলামী বিপ্লবের নেতা সারা ইরানে শহীদ হুজাজির খ্যাতি ছড়িয়ে পড়ার কারণ ব্যাখ্যা করে আরও বলেছেন, সব শহীদই মজলুম ও হুজাজি ছাড়াও অন্য অনেককেও দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে শহীদ করা হয়েছে, তারা সবাইই মহান আল্লাহর কাছে প্রিয়, কিন্তু মহান আল্লাহ তাঁর হেকমত বা প্রজ্ঞার মাধ্যমে হুজাজি ও তার নানা বৈশিষ্ট্যকে এই শহীদদের প্রতিনিধি ও মুখপাত্র করেছেন।
ইরানের ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ উজমা খামেনেয়ী আরও বলেছেন, ইরান, আফগানিস্তান, ইরাক ও অন্য অনেক অঞ্চল থেকে যারা আমেরিকা ও ব্রিটেনের ক্রীড়নক তাকফিরি (ওয়াহাবি) দুর্বৃত্তদের মোকাবেলায় যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়েছেন তাদের সবাইকেই দেখা যায় শহীদ হুজাজির মধ্যে এবং হুজাজি তাদের সবারই সারাংশ বা সংক্ষিপ্ত রূপ; আর মহান আল্লাহ তাকে সাহসী ও মজলুম শহীদের প্রতীকে পরিণত করেছেন।
iqna