IQNA

আমিরাতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ৬৪ জন নারী প্রতিযোগীর উপস্থিত

15:14 - October 04, 2017
সংবাদ: 2603983
আন্তর্জাতিক ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে শুধুমাত্র নারীদের দ্বিতীয় আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান ১২ই নভেম্বর শুরু হতে যাচ্ছে। উক্ত প্রতিযোগিতা টানা ২৪শে নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে।
আমিরাতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ৬৪ জন নারী প্রতিযোগীর উপস্থিত
বার্তা সংস্থা ইকনা: দ্বিতীয় আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের ৬৪ জন প্রতিনিধি অংশগ্রহণ করবেন। নারীদের জন্য অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতাটি সম্প্রতি দুবাই অ্যাওয়ার্ড আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার অন্তর্ভুক্ত করা হয়েছে। দুবাই অ্যাওয়ার্ড আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান দীর্ঘ ২১ বছর যাবত অনুষ্ঠিত হয়ে আসছে।
দুবাই অ্যাওয়ার্ড আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার আয়োজক কমিটির প্রধান ইব্রাহীম বুমালহা বলেন: প্রতিযোগিতায় সকল অংশগ্রহণকারীদের সফল ভাবে গ্রহণ ও আপ্যায়ন করার জন্য আমাদের সকল কর্মী একযোগে কাজ করছে।
উক্ত প্রতিযোগিতার ফাইন্যান্স এবং এক্সিকিউটিভ বিভাগের প্রধান আব্দুর রহিম হুসাইন আহলী বলেন: এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমরা মুসলিম ও অমুসলিম ১৪০টিরও অধিক দেশে যোগাযোগ করেছি।
তিনি বলেন; এপর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৬৪ জন প্রতিযোগীর অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত হয়েছি।
উল্লেখ্য, এই বছরে আমিরাতে অনুষ্ঠিত নারীদের দ্বিতীয় আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ইসলামী প্রজাতন্ত্র ইরানের খোরাসানী রাজাভী থেকে ১০ বছরের যাহরা সাদাত অংশগ্রহণ করবেন। গত বছরে ইরানের প্রসিদ্ধ শিশু ক্বারি ও হাফেজ হান্নানা খালাফী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।
iqna




captcha