IQNA

হজযাত্রায় ভর্তুকি তুলে নিচ্ছে ভারত

20:15 - October 08, 2017
সংবাদ: 2604017
আন্তর্জাতিক ডেস্ক: হজযাত্রা থেকে ভর্তুকি তুলে নিতে যাচ্ছে ভারত। সম্প্রতি দেশটির কেন্দ্রীয় মন্ত্রিসভায় এ সংক্রান্ত একটি প্রস্তাব রাখা হয়েছে। সেইসঙ্গে পুরুষ সঙ্গী ছাড়াই ৪৫ বছরের বেশি বয়সী নারীদের হজে যাবার অনুমতি দেয়ারও প্রস্তাব রয়েছে ওই খসড়ায়। সেক্ষেত্রে বলা হয়েছে, কমপক্ষে চার জনের দল হয়ে হজযাত্রা করতে হবে নারীদের। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস।

বার্তা সংস্থা ইকনা: এই খসড়া তৈরি করেছে সাবেক সচিব আফজাল আমানুল্লার নেতৃত্বাধীন একটি কমিটি। সম্প্রতি তা জমা পড়েছে দেশটির সংখ্যালঘু মন্ত্রী মুখতার আব্বাস নকভির দপ্তরে।

এর আগে, ২০২২ সালের মধ্যে ধাপে ধাপে হজের ভর্তুকি তুলে দিতে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই নির্দেশ মেনেই ভর্তুকি তুলে দেয়ার নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হচ্ছে।

মোদি সরকার ২০১৮ সালের হজযাত্রা নতুন নীতি অনুযায়ী করতে চায় বলে জানিয়েছেন নকভি।

তার সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রণালয় সূত্রের খবর, হজযাত্রায় খরচ কমলে যে টাকা সরকারের হাতে থাকবে তা মুসলিম সম্প্রদায়েরই উন্নতির জন্য খরচ করা হবে।

এর আগে চলতি বছরের মে মাসে নতুন হজনীতির অংশ হিসেবে ২০১৮ সালের আগস্ট থেকে ১৫টি বিশ্বমানের জাহাজ আনার কথা বলেছিলেন মোদি সরকার। প্রায় পাঁচ হাজার যাত্রী পরিবহনে সক্ষম এসব জাহাজ মুম্বাই থেকে সরাসরি সৌদি আরবের জেদ্দায় যাতায়াত করবে বলেও জানিয়েছিলেন মুখতার আব্বাস নাকভি। হাজীদের জন্য এসব জাহাজে ‘বিশ্বমানের সুযোগ-সুবিধা’থাকবে এবং জেদ্দায় পৌঁছতে প্রতিটি জাহাজের মাত্র ৩-৪ দিন সময় লাগবে।

উল্লেখ্য, ভারতের মোট জনসংখ্যার ১৪ দশমিক ২ শতাংশ মুসলমান। আরটিভি


captcha