IQNA

মুসলমানদের হুমকি দেয়ার জন্য ২৭ মাসের কারাদণ্ড

23:11 - October 29, 2017
সংবাদ: 2604196
আন্তর্জাতিক ডেস্ক: ফেসবুকে মুসলমানদের হত্যার হুমকি দেয়ার অভিযোগে এক অস্ত্রধারী ব্যক্তিকে ২৭ মাসের কারাদণ্ডে দণ্ডিত করেছে ইংল্যান্ডের আদালত।
মুসলমানদের হুমকি দেয়ার জন্য ২৭ মাসের কারাদণ্ড
বার্তা সংস্থা ইকনা: ৪৪ বছরের লি জন কার্ভার ফেসবুকে লিখেছে, ইংল্যান্ডে গৃহযুদ্ধ শুরু হতে যাচ্ছে, মুসলমানদের বিরুদ্ধে সশস্ত্র হও।
কার্ভারের বাড়ী তল্লাশি করে একটি টেলিস্কোপ, একটি বন্দুক এবং প্রচুর পরিমাণ বুলেট উদ্ধার করে। ৪৪ বছরের লি জন কার্ভার একজন পেশাদার শ্যুটার।
ওয়েস্ট ইয়র্কশায়ার অঞ্চলের সন্ত্রাস বিরোধী পুলিশ প্রধান ক্লো ওয়েইন বলেন: সামাজিক নেটওয়ার্কে এধরণের পোষ্টের কারণে অনেক দুর্বল মানুষের মধ্যে প্রভাব বিস্তার করে এবং বর্ণবাদীর সম্প্রসারণ ঘটায়।
তিনি বলেন: এ থেকে বোঝা যায় যে মিডিয়া ও অনলাইনের রিপোর্ট অনেক গুরুত্বপূর্ণ।
ক্লো ওয়েইন গুরুত্বের সাথে বলেন: এধরণের পোষ্ট যদি কেউ প্রকাশ করে এবং আমাদের নিকট অভিযোগ আসে তাহলে আমরা তদন্ত করে অপরাধীকে গ্রেফতার করে তারা বিচার করব।
iqna
মুসলমানদের হুমকি দেয়ার জন্য ২৭ মাসের কারাদণ্ড


captcha