IQNA

আরবাইন উপলক্ষে রক্ত দান কর্মসূচী

23:20 - November 01, 2017
সংবাদ: 2604222
আন্তর্জাতিক ডেস্ক: কারবালার ব্লাড ব্যাংকের পক্ষ থেকে রক্ত দান কর্মসূচী শুরু হয়েছে। আরবাইন উপলক্ষে এই কর্মসূচীর ব্যবস্থা করা হয়েছে। রক্ত দান কর্মসূচীতে ইমান হুসাইন (আ.)এর মাযার জিয়ারতকারীরা অংশগ্রহণ করছেন।
আরবাইন উপলক্ষে রক্ত দান কর্মসূচী
বার্তা সংস্থা ইকনা: ইরাকের দরিদ্রদের জন্য এ পর্যন্ত ৬৪০ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়েছে। এই খবর জানিয়েছে কারবালার ব্লাড ব্যাংক।
কারবালা ব্লাড ব্যাংকের চেয়ারম্যান কায়স রশিদ এ ব্যাপারে বলেন: গরীবদের জন্য রক্ত দান কর্মসূচীতে জিয়ারতকারীরা স্বেচ্ছায় রক্ত দান করছেন। কারবালায় প্রবেশ পথের বিভিন্ন স্থান ভ্রমমাণ ক্যাম্প স্থাপন করা হয়েছে। এসকল ক্যাম্পে জিয়ারতকারীরা রক্ত দান করছেন। এপর্যন্ত ৬৫০ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়েছে।
তিনি বলেন: এসকল রক্ত থ্যালাসেমিয়া, লিউকেমিয়া, ডায়ালিসিস রোগী এবং যেসকল নিরাপত্তাকর্মীরা তাকফিরি সন্ত্রাসীদের সাথে যুদ্ধে আহত হয়েছেন তাদের সেবার জন্য ব্যবহার করা হবে।
উল্লেখ্য, প্রতি বছর আরবাইনের সময় ইরাক-ইরান সীমান্তে রক্তদান কর্মসূচী চালু করা হয় এবং সংগৃহীত রক্ত ইরাকের গরীব ও অসহায়দের সেবার জন্য দান করা হয়।
iqna

আরবাইন উপলক্ষে রক্ত দান কর্মসূচী
captcha