IQNA

3659584

গাজায় ট্যানেলে অনুসন্ধান বন্ধ ঘোষণা; ১২ যোদ্ধার শাহাদাত

4:49 - November 04, 2017
সংবাদ: 2604241
আন্তর্জাতিক ডেস্কঃ দীর্ঘ ৫ দিন যাবত ট্যানেলের ভেতর শহীদদের লাশ অনুসন্ধানের পর গতকাল শুক্রবার অনুসন্ধান সমাপ্ত ঘোষণা করেছে ফিলিস্তিনের জিহাদে ইসলামি মুভমেন্টের সামরিক উইং।

ফিলিস্তিনের গণসংযোগ বিভাগের উদ্ধৃতি দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: রেড ক্রস সোসাইটির আহবানকে উপেক্ষা করে জায়নবাদী ইসরাইল এ অনুসন্ধান কাজে বাধা সৃষ্টি করেছে।

এ প্রতিবেদনের ভিত্তিতে, অনুসন্ধান বন্ধের পর ট্যানেলের অভ্যন্তরে বিদ্যামান কুদস ব্যাটেলিয়নের বদর কামাল মিসবাহ, আহমাদ হাসান সাব্বাখি, শাদি সামি হিমরি, মুহাম্মাদ খাইরুদ্দীন বাহিসি ও আল সামি আবু গোরাবকে শহীদ হিসেবে ঘোষণা করা হয়েছে। এর মাধ্যমে জায়নবাদী ইসরাইলের ঐ হামলায় শহীদদের সংখ্যা বেড়ে ১২ তে পৌঁছেছে।

প্রসঙ্গত, জায়নবাদী ইসরাইলের বিমান বাহিনী গত সোমবার (৩০ অক্টোবর) গাজার দক্ষিনাঞ্চলের খান ইউনুস এলাকায় অবস্থিত প্রতিরোধ আন্দোলনের ট্যানেলকে লক্ষ্য করে ৫টি রকেট ছোঁড়ে। অবরুদ্ধ গাজাবাসীরা তাদের নিত্য প্রয়োজন মেটাতে ঐ সকল ট্যানেল ব্যবহার করে থাকে।#3659584



captcha